
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
যাত্রী বহন ক্ষমতা, যাত্রীবাহী বিমানের সংখ্যা এবং নির্দিষ্ট আয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমেরিকান এয়ারলাইনস। অথচ এরই ফ্লাইটে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনা ভয় ধরিয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে চড়ে ৩০,০০০ ফুট উঁচুতে উঠে বাথরুমের জলের কোপে পড়ার কথা কেউ-ই ভাবেননি।
জানা গিয়েছে, ডালাস থেকে মিনিয়াপলিসের এক ফ্লাইটে ঘটনাটি ঘটেছে। সেখানে বাথরুমের জল মাঝ আকাশে লিক হয়ে যায়, যার কারণে যাত্রীদের বসার জায়গাতেও জল উপচে পড়ে। গত ৭ ডিসেম্বর থেকে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: (Viral: 'এ কেমন দই ফুচকা'!রেগে গিয়ে বেঙ্গালুরু ছাড়ার জন্য ১০১ কারণ দেখালেন মেয়ে)
প্রতিবেদনে বলা হয়েছে যে ফ্লাইটটি সেসময় প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় ছিল, যখন হঠাৎ টয়লেট থেকে জল লিক হয়ে যাত্রীদের কেবিনে পৌঁছে যায়। তা দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একই সময়ে, কেউ কেউ অবাক হয়েছিলেন যে বিমানে এত জল কোথা থেকে এল।
আমেরিকান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, একজন মহিলা যাত্রী প্রথমে বাথরুমের জল লিকের বিষয়টি ক্রু মেম্বারদের জানান। ক্রু অবিলম্বে লিক বন্ধ করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের সিটে সেই জল পৌঁছে যায়।
আর এই ঘটনার সময়ই ফ্লাইটে 'টাইটানিক ফিল্ম' দেখানো হচ্ছিল, যার কারণে অনেক যাত্রী এই ঘটনাটিকে অশুভ বলে মনে করে বসেন। যদিও শেষমেশ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: (Love Guru: লাখ টাকা উড়িয়ে প্রেমের কৌশল শিখছেন ভারতীয় ছেলেরা! মানিব্যাগ খুললেই মিলছে 'লাভ গুরু'র জ্ঞান)
বলা বাহুল্য, ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মজার প্রতিক্রিয়া দিচ্ছেন মানুষ। কেউ কেউ এটিকে একটি অযৌক্তিক ভয় বলে অভিহিত করেছেন। আরও একজন বলেছেন, 'টয়লেট লিক হওয়া কোনও বড় বিষয় নয়, তবে মাঝ আকাশে জল ছিটকে আসা যাত্রীদের জন্য অবশ্যই ভীতিকর হতে পারে।' অন্যান্য ব্যবহারকারীরা ফ্লাইটের প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন বলেছেন যে ওই লিক হওয়া জল ফ্লাইটের ইলেকট্রনিক সরঞ্জামগুলিকে প্রভাবিত করতে পারত। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports