সম্প্রতি আর্নস্ট অ্যান্ড ইয়ং বা ইওয়াই-তে কর্মরত এক তরুণীর মৃত্যু ঘিরে জোর আলোড়ন তৈরি হয়েছিল দেশ জুড়ে। 'কাজের অত্যধিক চাপেই' ২৬ বছর বয়সি সেবাস্তিয়ান পেরাইলের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। আর এরই মাঝে এইচডিএফসি ব্যাঙ্কের এক কর্মীর মৃত্যু সামনে এল। মৃত মহিলার নাম সদাফ ফাতিমা। অভিযোগ, অফিসেই চেয়ার থেকে পড়ে যান সদাফ ফাতিমা। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটে লখনউতে। তাঁর ঘনিষ্ঠরা অভিযোগ করছেন, কাজের চাপের জেরেই এই ঘটনা ঘটেছে। এদিকে ফাতিমার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাধারমণ সিং। এদিকে আত্মহত্যার তত্ত্বও খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ফাতিমা গোমতী নগরে অবস্থিত বিভূতি খণ্ড শাখায় ছিলেন। তিনি অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। এই ঘটনা নিয়ে নির্মলা সীতারামনকে তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এর আগে ইওয়াই-কাণ্ডে নির্মলা মন্তব্য করেছিলেন, 'তুমি যা কিছু নিয়ে পড়ো না কেন, তুমি যে চাকরি করো না কেন, এই চাপটা সামলানোর জন্য তোমার অন্তরের শক্তি থাকতে হবে। পরিবারের এটা শেখানো উচিত।' এরপরই সেই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। আর সেই রেশ টেনে এনে লখনউয়ের ঘটনাতে তোপ দাগেন অখিলেশ যাদব।
অখিলেশ বলেন, 'সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির এ বার ভাবার সময় এসেছে। এই ক্ষতি অপূরণীয়। একাধিক মৃত্যুতে অফিসগুলিতে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে কাজের পরিবেশ ঠিক না করেবিজেপির মন্ত্রী দেশের তরুণ সমাজকে চাপ সহ্য করার লেকচার দিচ্ছেন। এই ধরনের ঘটনার ক্ষেত্রে অসংবেদনীল পরামর্শ দেওয়া উচিত না।'
এদিকে এর আগে গতবছর এইচডিএফসি ব্যাঙ্কের কলকাতার এক কর্মী পুষ্পল রায়ের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সিনিয়র ভিপি পদে থাকাকালীন নাকি এই কর্তা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। ভিডিয়ো কনফারেন্সে কর্মীদের নাম নিয়ে নিয়ে গালিগালাজ করেছিলেন এবং টার্গেট পূরণের নামে অমানবিক আচরণ করেছিলেন। পরে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কের তরফে পদক্ষেপ করা হয়েছিল। অভিযুক্ত ব্যাঙ্ককর্তাকে বরখাস্ত করা হয় এবং তদন্ত শুরু হয়েছিল।