খলিস্তানি রেফারেন্ডাম কো অর্ডিনেটর ও কুখ্যাত খলিস্তানি নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নুনের ‘ডান হাত’ হিসাবে পরিচিত নাম ইন্দ্রজিৎ সিং গোসালকে গ্রেফতার করেছে কানাডা। উল্লেখ্য, কানাডায় ট্রুডো শাসনকালের পর সেদেশের প্রধানমন্ত্রী কার্নির আমলে এই তাবড় খলিস্তানিকে গ্রেফতার করা হল। উল্লেখ্য, সদ্য দিল্লিতে কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রুইনের সঙ্গে হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক। দিল্লিতে আয়োজিত সেই বৈঠকের পরই দেখা গেল কানাডা থেকে গ্রেফতার হন ইন্দ্রজিৎ।
জানা গিয়েছে কানাডার অটোয়া থেকে গ্রেফতার করা হয়েছে ইন্দ্রজিৎকে। তার বিরুদ্ধে একগুচ্ছ অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ রয়েছে। নিউজ ১৮-র রিপোর্ট বলছে, ভারতীয় এজেন্সিগুলি অটোয়াকে ইন্দ্রজিৎ সম্পর্কে বেশ কিছু নথি সরবরাহ করে। সেখানে আর্থিক গতিবিধি ও গোসালের সঙ্গে পান্নুনের সরাসরি যোগাযোগ নিয়ে নানান তথ্য তুলে ধরা হয়। গোসালের এই গ্রেফতারি ভারতীয় গোয়েন্দা বিভাগের জন্য বড়সড় সাফল্য।
( Modi Trump Update: ভারতও নয়, USও নয়…অক্টোবরে মোদী-ট্রাম্পের সাক্ষাতের প্রবল সম্ভাবনা এই দেশটিতে!)
( Pak Saudi pact and India: ভারত-পাক সংঘাত হলে কি সৌদি নাক গলাবে? পাকিস্তানের মন্ত্রীর বিস্ফোরক দাবি)
( Durga Puja 2025 Timing: দুর্গাপুজো ২০২৫-এ সন্ধিপুজো কবে পড়ৃছে? সময়কাল দেখে নিন নির্ঘণ্টে)