বাংলা নিউজ > ঘরে বাইরে > Accident: লাইন পেরোতে গিয়ে রাজধানী এক্সপ্রেসের ধাক্কা,উড়ে গেলেন তিন যাত্রী
পরবর্তী খবর
Accident: লাইন পেরোতে গিয়ে রাজধানী এক্সপ্রেসের ধাক্কা,উড়ে গেলেন তিন যাত্রী
1 মিনিটে পড়ুন Updated: 18 Mar 2023, 04:08 PM ISTSatyen Pal
ভয়াবহ ঘটনায় গোমোতে। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু তিনজনের।
রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু তিনজনের। প্রতীকী ছবি(PTI Photo)
হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস। ধানবাদে সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। শুক্রবার সন্ধ্যায় নেতাজি সুভাষ চন্দ্র বোস গোমো রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা। আরপিএফ ইনস্পেক্টর বিজয় শঙ্কর এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে।
রেল সূত্রে খবর, গোমো স্টেশনে ওই রাজধানীর স্টপেজ ছিল না। ট্রেনটি স্বাভাবিকভাবেই দ্রুতগতিতে যাচ্ছিল। সম্ভবত ওই তিনজন লাইন টপকে তিন নম্বর প্লাটফর্মের দিকে যাচ্ছিলেন। তখনই ভয়াবহ দুর্ঘটনা। দেহের টুকরো প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল।
সূত্রের খবর, ওই যাত্রীরা আসানসোল গোমো প্য়াসেঞ্জার ট্রেন থেকে নেমেছিলেন। এরপর তারা রেললাইন টপকে তিন নম্বর প্লাটফর্মের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা রাজধানী এক্সপ্রেস চলে আসে। একেবারে দলা পাকিয়ে যায় দেহগুলি। প্রচণ্ড জোরে আসছিল ট্রেনটি। ব্রেক কষার মতো পরিস্থিতি ছিল না। তাদের দেহগুলিকে প্রথম চিনতে পারা যায়নি। পরে তাদের পোশাক দেখে পরিবারের লোকজন তাদের চিহ্নিত করে। তাদের দেহের টুকরোগুলিকে আপাতত সংগ্রহ করা হয়েছে।