1 মিনিটে পড়ুন Updated: 14 Mar 2023, 03:07 PM ISTSatyen Pal
ওই কামরায় আচমকাই মাঝরাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। তারপরই যাত্রীরা ওই মাতাল টিটিইকে ধরে ফেলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই টিটিইর নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা।
ধৃত টিকিট পরীক্ষক। এএনআই
বিমানযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার কথা শোনা গিয়েছিল আগেই। সেই রেশ ফুরোয়নি এখনও। এবার রবিবার হাওড়াগামী আকাল তখত এক্সপ্রেসে এক মহিলার যাত্রীর শরীরে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মদ্য়প টিকিক পরীক্ষকের বিরুদ্ধে। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে অমৃতসর থেকে ট্রেনে চেপে আসছিলেন। পথেই এই কাণ্ড! তবে ওই টিটিইকে জিআরপি পরে গ্রেফতার করেছে। শোরগোল পড়েছে এই ঘটনায়। ঠিক কী হয়েছে ঘটনাটি?
ওই ট্রেনের শীততাপনিয়ন্ত্রিত কামরা এ-১ তে ছিলেন তাঁরা। ট্রেনটি অমৃতসর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জিআরপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে।
এদিকে ট্রেনটি যখন লখনউ স্টেশনে গিয়ে পৌঁছায় তখন ওই টিটিইকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, ট্রেনের কামরায় ঘুমিয়ে ছিলেন ওই মহিলা যাত্রী। তখন ওই টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে যাত্রীরা ছুটে চলে আসেন। এরপর মহিলার স্বামী ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ট্রেনটি লখনউয়ের চারবাঘ স্টেশনে পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।