এয়ার ইন্ডিয়ার চলন্ত বিমানের ভিতর পর পর ২ টি প্রস্রাব কাণ্ড নিয়ে দেশে তোলপাড়। তারই মাঝে, আরও এক কাণ্ডে নতুন করে চাঞ্চল্য তৈরি হল দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। সেখানে বিমানবন্দরের 'ডিপারচার' গেটের সামনে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হলেও, তিনি পরে জামিনে ছাড়া পান।
দাম্মামের উদ্দেশে সেই ব্যক্তি রওনা হচ্ছিলেন। দিল্লি থেকে দাম্মামগামী বিমানে তাঁর রওনা হওয়ার কথা ছিল। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম জওহর আলি খান। তাঁর আশপাশে থাকা বহু যাত্রীর দাবি, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। আর সেই কারণেই তখন তিনি জনসমক্ষে ঘোরের বশে মূত্রত্যাগ করেন। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরের গেট নম্বর ছয়ের সামনে এই মূত্রত্যাগের ঘটনা ঘটে গিয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা এফআইআর-এ লেখা রয়েছে ‘তিনি প্যান্টের জিপ খুলে সকলের সামনে মূত্রত্যাগ করেছেন। এটি ছাড়াও সেখানে তিনি যথেষ্ট উপদ্রব করেন। পাবলিক প্লেসে তিনি চিৎকার করেছেন, সাধারণ মানুষকে ভর্ৎসনা করেছেন।’ এরপরই জওহর খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় সফরদরজং হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মদ্যপ বলে ঘোষণা করেন।
ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫১০ ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, এর আগেই গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে ওই শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি এক মহিলার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ ছিল। সেই মূত্রত্যাগের ঘটনায় প্রথমে তিনি পার পেয়ে গেলেও, পরে তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়। নিউ ইয়র্ক থেকে আসা এক বিমানে ওই প্রস্রাব কাণ্ড ঘটে। এদিকে,লুক আউট নোটিসের পরই তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ। চলে মামলা। অন্যদিকে, এই ঘটনার দেড়মাস পর এয়ার ইন্ডিয়ার গাফিলতি নিয়ে মুখ খোলেন টাটা সমসের চেয়ারম্যান। অন্যদিকে, আরও একটি ঘটনায় এয়ার ইন্ডিয়ারই আরও একটি বিমানে এক মহিলার কম্বলের ওপর প্রস্রাবের অভিযোগ আসে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনাও চলন্ত বিমানের ভিতর হয়েছে বলে জানা গিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup