মধ্যপ্রদেশের পাচমারি ক্যান্টনমেন্ট এলাকা থেকে দুটি ইনসাস রাইফেল ও কার্তুজ নিয়ে পালাল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনায় পাচমারি থানায় এফআইএর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল আর্মি এডুকেশন সেন্টারে আসে ওই দুই ব্যক্তি। তারা নিজেদের ভারতীয় সেনার জওয়ান হিসেবে পরিচয় দেয়। সেখানে যে জওয়ানরা মোতায়েন ছিলেন, তাঁদের সঙ্গে গল্প জুড়ে দেয়। কথার ফাঁকে ইনসাস রাইফেল ও কার্তুজ নিয়ে চম্পট দেয় তারা। জওয়ানরা কিছু বোঝার আগে ট্যাক্সিতে উঠে পালিয়ে যায় দুজন।
হোশাঙ্গাবাদের পুলিশ সুপার এম এল ছারি জানান, দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পাচমারি থানায় এফআইআর দায়ের হয়েছে। তারা ট্র্যাক স্যুট পরেছিল ও একজনের গালে দাড়ি ছিল। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। দুজনে যেহেতু ট্যাক্সি করে (পিপারিয়া) রেল স্টেশনে পালিয়েছিল, তাই রেল পুলিশকেও সতর্ক করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
যদিও জিজ্ঞাসাবাদের জন্য ট্যাক্সিচালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নামে প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার। ট্যাক্সিচালক জানিয়েছেন, ওই দুজন পঞ্জাবিতে কথা বলছিল। ক্রিকেট কিটব্যাগের মতো তাদের কাঁধে দুটি ব্যাগ ছিল। ওই অফিসার বলেন, ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।