শুরু হয়ে গিয়েছে বালোচ বিদ্রোহীদের 'অপারেশন বাম'। বালোচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফর এই অভিযানে এপর্যন্ত পাকিস্তানের বুকে ১৭ টি হামলা হয়েছে বলে খবর। মঙ্গলবার রাতে বালোচিস্তানের একাধিক সরকারি প্রতিষ্ঠান এই হামলার জেরে কেঁপে ওঠে। 'বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট' বা বিএলএফ, যারা স্বাধীন বালোচিস্তানের মুখ দেখতে চায়, তারা এই সমস্ত হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, সংগঠন শুরু করে দিয়েছে,'অপারেশন বাম'।
সদ্য বালোচিস্তানের তুরবাত এলাকায় একটি বাড়িতে গ্রেনেড হামলায় মহিলা ও শিশু সহ ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’। ‘অপারেশন বাম’ এর ‘বাম’ শব্দের অর্থ স্থানীয় ভাষায় 'ভোর'। এই অপারেশনের আওতায় বুধবারও একাধিক জায়গায় বিস্ফোরণ হয়। সিবি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে হয় হামলা। বালোচিস্তান এলাকার কেচ এলাকার তুরবতে মকরন ডিভিশনের একটি ডিভিশনাল হেডকোয়ার্টারের মহম্মদ ইউনুস নামে এক ব্যক্তির বাড়িতে হামলা হয়। সেখানে মটরসাইকেলে এসে অজ্ঞাত পরিচয় কয়েকজন গ্রেনেড নিক্ষেপ করে চলে যায় বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। গ্রেনেড গিয়ে পড়ে বাড়ির পিছনের দিকে। বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উল্লেখ্য, বালোচিস্তানের এই কেচ এলাকা বহুদিন ধরেই বালোচদের পোক্ত ঘাঁটি বলে মনে করা হয়। পাক মিডিয়া ‘দ্য ডন’ বলছে, আরও একটি ঘটনায় সিবি-হারনাই এলাকায় এক পুলিশ চেক পোস্টে চলে হামলা। সেখানেও গ্রেনেড হানা হয়।
সংবাদ সংস্থা এএনআই-র খবর বলছে, পাকিস্তানের সেনা চেকপয়েন্ট, সংযোগ পরিকাঠামো, প্রশাসনিক নানান ভবন লক্ষ্য করে চলেছে হামলা। বিএলএফ মুখপাত্র গওহারাম বালোচ বলেন, এই অপারেশন বালোচিস্তানের মাকরান উপকূল থেকে শুরু করে কোহ-ই সুলেমানের পাহাড়ি জায়গা পর্যন্ত বিস্তৃত হবে। এদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বালোচিস্তানে শুরু করেছে তল্লাশি অভিযান। যার জেরে কেচ ও পাঞ্জগুর এলাকায় সংযোগ রুদ্ধ ছিল বুধবার সকাল পর্যন্ত। অপারেশন বাম পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিম প্রদেশে বিদ্রোহীদের ক্রমবর্ধমান ক্ষমতার ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে অস্থিরতার দ্বারা চিহ্নিত বালুচিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে।