
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Changes From 1 April: পয়লা এপ্রিল থেকে আয়কর নীতিতে বেশ কিছু পরিবর্তন আসছে। আয়কর স্ল্যাব থেকে ট্যাক্স রিবেটের সীমা বাড়ছে। সেই সঙ্গে কিছু ডেট(Debt) মিউচুয়াল ফান্ডে আর কোনও LTCG ট্যাক্স সুবিধা পাবেন না। ফলে ঠিক কী কী পরিবর্তন হচ্ছে তা প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন।
আসুন জেনে নেওয়া যাক, ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হচ্ছে, এমন কিছু নতুন নিয়ম:
আয়কর স্ল্যাবে পরিবর্তন: পয়লা এপ্রিল থেকে নতুন করের হার প্রযোজ্য হবে। নতুন আয়কর স্ল্যাবের হার জানতে টাচ করুন এই লিঙ্কে।
নয়া আয়কর নীতিই ডিফল্ট হয়ে যাচ্ছে: ১ এপ্রিল ২০২৩ থেকে, নতুন আয়কর নীতিই ডিফল্ট কর ব্যবস্থা হিসাবে কাজ করবে। করদাতারা যদিও চাইলে পুরনো কর নীতি বেছে নিতে পারবেন। বেতনভোগী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ১৫.৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন সিস্টেমে স্ট্যান্ডার্ড ডিডাকশন হল ৫২,৫০০ টাকা।
কর ছাড়ের সীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে: কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন: পুরানো কর ব্যবস্থার অধীনে চাকুরিজীবীরা ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতেন। এখনও সেটাই জারি থাকবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও আবার নতুন ট্যাক্স ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা মিলবে।
মার্কেট লিংকড ডিবেঞ্চার (MLDs): ১ এপ্রিলের পরে মার্কেট লিঙ্কড ডিবেঞ্চারে (MLDs) বিনিয়োগ করলে সেটি স্বল্পমেয়াদী মূলধন সম্পদ(short term capital) হিসাবে গণ্য হবে।
Debt মিউচুয়াল ফান্ডে LTCG কর সুবিধা পাবেন না: পয়লা এপ্রিল থেকে, Debt মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর স্বল্পমেয়াদী মূলধন লাভ(short term capital gains)-এর কর আরোপ করা হবে। এই পদক্ষেপের ফলে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সিনিয়র সিটিজেনদের সুবিধা: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হবে।
মান্থলি ইনকাম স্কিম: MIS-এ সর্বোচ্চ বিনিয়োগের সীমা একক অ্যাকাউন্টের ক্ষেত্রে ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হবে। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ৭.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হবে।
জীবন বিমা পলিসি: ৫ লক্ষ টাকার উপর বার্ষিক প্রিমিয়ামের জীবন বিমা পলিসি থেকে প্রাপ্ত আয় করযোগ্য হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports