ভারতের সাম্প্রতিক আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে ১০০ কোটি ডলারের ঋণ দিয়েছিল। এবার সেই ঋণের পক্ষে যৌক্তিকতাও তুলে ধরল তারা। আইএমএফের জারি করা আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, পাকিস্তান সর্বশেষ ঋণের কিস্তি পাওয়ার জন্য 'প্রয়োজনীয় সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ করেছে'। (আরও পড়ুন: ক্ষমতার ভরকেন্দ্র টিকে থাকার শেষ মরিয়া চেষ্টা? বাংলাদেশ সেনাকে বার্তা হাসনাতের)
আরও পড়ুন: ইউনুসের বিদায়বেলা ঘনিয়ে আসতেই দিল্লির বিরুদ্ধে বিস্ফোরক বাংলাদেশি উপদেষ্টা
ঋণে জর্জরিত পাকিস্তানকে সহায়তা প্যাকেজের অংশ হিসেবে সম্প্রতি ১ বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল আইএমএফের তরফ থেকে। ২০২৪ সালের সেপ্টেম্বরে অনুমোদিত এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রামের অধীনে এখনও পর্যন্ত পাকিস্তান প্রায় ২.১ বিলিয়ন ডলার পেয়েছে। এই আবহে পাকিস্তানকে ঋণ দেওয়ার পক্ষে সাফাই গাইলেন আইএমএফ যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজ্যাক। তিনি এক সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ঋণ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে বলেন, দেশটি ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের সব লক্ষ্যমাত্রা পূরণ করেছে। তিনি বলেন, 'আমাদের বোর্ড দেখেছে পাকিস্তান সব টার্গেট পূরণ করেছে। সংস্কারের ক্ষেত্রেও কিছু অগ্রগতি হয়েছিল এবং সেই কারণে, বোর্ড তাদের প্রোগ্রামটি অনুমোদন করে।' (আরও পড়ুন: অপারেশন সিঁদুরে অবদান, সেই মহিলা অফিসারের চাকরির নিশ্চয়তা নেই! বড় নির্দেশ SC-র)
আরও পড়ুন: মাকে তালাক দিয়েছিল বাবা, পাক গুপ্তচর তোফায়েল শরিয়ত চালু করতে চাইত ভারতে
এরপর তিনি আরও বলেন, '২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের জন্য প্রথম পর্যালোচনার পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই সময়রেখার সাথে সামঞ্জস্য রেখে, ২০২৫ সালের ২৫ শে মার্চ, আইএমএফ কর্মীরা এবং পাকিস্তানি কর্তৃপক্ষ স্টাফ-স্তরের চুক্তিতে পৌঁছেছিল। সেই স্টাফ-স্তরের চুক্তিটি তখন আমাদের নির্বাহী বোর্ডের কাছে উপস্থাপন করা হয়েছিল। ৯ মে সেই চুক্তির পর্যালোচনা সম্পন্ন করেছিল বোর্ড। ফলে পাকিস্তান ওই সময় ঋণ দেওয়া হয়েছিল।' ভারত ভোটাভুটিতে বিরত থাকা সত্ত্বেও এবং প্রতিবাদ জানানো সত্ত্বেও বেলআউট প্যাকেজটি পাশ হয়েছিল। (আরও পড়ুন: 'শুধু বাংলাদেশ কেন, সেভেন সিস্টারেরও বন্দর চট্টগ্রাম', হঠাৎ যেন সুর বদল ঢাকার!)
আরও পড়ুন: সেন্ট মার্টিন, রাখাইন করিডোর জল্পনার মাঝে বাংলাদেশে পা US বাহিনীর! কী বলছে ভারত?
উল্লেখ্য, ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে আইএমএফ ঋণ পেতে পাকিস্তানকে ১১টি নতুন শর্ত দিয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে পার্লামেন্টের অনুমোদন, ঋণ পরিশোধ, বিদ্যুতের সারচার্জ বৃদ্ধি, আমদানিতে বিধিনিষেধ প্রত্যাহার ইত্যাদি। এদিকে পাকিস্তানকে বেইলআউট নিয়ে ভারত প্রতিবাদ করেছিল সম্প্রতি। এই নিয়ে গত সপ্তাহেও ভারত সরব হয়েছিল। আইএমএফকে পাকিস্তানকে তার বেলআউট প্যাকেজ পুনর্বিবেচনা করতে বলেছিল ভারত। দিল্লির দাবি, এই অর্থ সীমান্ত সন্ত্রাসে অর্থায়নের জন্য ব্যবহার করছে পাকিস্তান।