
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমাজের অবিচ্ছেদ্য অংশ, পরিবার, সমাজ ও জাতি গঠন ও উন্নয়নে নারীর ভূমিকাকে সম্মান জানাতে পালিত হয় এই বিশেষ দিন। প্রতিটি ক্ষেত্রেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন নারীরা। তবে নারীদের সকল প্রচেষ্টার পরও সমাজে তাঁদের অবস্থান পুরুষের তুলনায় অনেকটাই তলানিতে। আজও অনেক নারী রয়েছেন, যাঁরা নিজেদের অধিকার বোঝেন না। অনেক ক্ষেত্রে, কর্মরত নারীরা পুরুষের সমান কাজের জন্য পুরুষদের তুলনায় কম মজুরি পেয়ে থাকেন। সমান সুযোগ, সম্মান ও অধিকার না পাওয়ার কারণে নারীদের লক্ষ্য অর্জনে আরও বেশি প্রচেষ্টা করতে হচ্ছে। তাই নারী দিবস উপলক্ষে, আপনি মা, বোন, বান্ধবী এবং স্ত্রী, যাঁরা সমাজের যত্ন নেন, তাঁদের শুভেচ্ছা জানিয়ে আরও উৎসাহিত করতে পারেন৷ আজকের প্রতিবেদন থেকে আপনি আকর্ষণীয় নারী দিবসের শুভেচ্ছা বার্তাগুলি দেখে নিতে পারেন।
১) সারা পৃথিবীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল সে হেসে, বেদনা ভুলে।যে শক্তি প্রতিটি পদক্ষেপে আলোকিত করে সেই একজন নারী। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
২) নারী মা, তাঁর পূজা করুন। নারী হল ভগ্নিপতি, তাকে সম্মান করুন। নারী একজন বোন, তাঁকে আদর জানান। নারী একজন স্ত্রী, তাঁকে ভালোবাসুন। নারী একজন নারী, তাঁকে সম্মান করুন। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
৩) নারীরাই সমাজের প্রকৃত স্থপতি। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
৪) নারীর মতো ভাবুন, নারী ব্যর্থতাকে ভয় পান না, কারণ তাঁরা জানেন যে এটি সাফল্যেরই সর্বপ্রথম ধাপ। শুভ নারী দিবস।
৫) পুরুষরা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন না। তাঁর জীবনে আসা নারীই নিজের গুণাবলী দিয়ে ওই পুরুষের ভাগ্য তৈরি করেন।
৬) নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। শুধুমাত্র নারী দিয়েই ঘর সম্পূর্ণ।
শুভ নারী দিবস!
৭) দুনিয়া কেন নারীকে দুর্বল বলে? আজও সংসার চালানোর দায়িত্ব নারীর হাতেই। শুভ নারী দিবস!
৮) একটি মালা বানাতে হাজারো ফুলের প্রয়োজন হয়। একটি আরতি সাজাতে হাজারো প্রদীপের প্রয়োজন হয়। একটি সাগর তৈরি করতে হাজারো ফোঁটা দরকার। তবে একা একজন মহিলাই যথেষ্ট, বাড়িকে স্বর্গ বানানোর জন্য! শুভ নারী দিবস!
৯) কেউ কেউ বলে নারীর কোনো ঘর নেই। কিন্তু সত্য তাই, নারী ছাড়া ঘর নেই। শুভ নারী দিবস প্রিয়!
১০) মা, বোন, স্ত্রী, বান্ধবী, আপনার প্রতিটি চরিত্রই সুপার হিট। এই পৃথিবীর চলচ্চিত্রে আপনিই প্রধান। হে নারী, আপনার দ্বারা সবকিছু সম্ভব! আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports