Viral Video of Toronto woman post: এক বিছানায় অন্য নারীর সঙ্গে রাত কাটানো কোনও ব্যাপারই না। বিশ্বের এই শহরে অবশ্য মহিলারাই এমন সুযোগ দিচ্ছেন। কিন্তু কেন এমন আজব সুবিধা দেওয়া হচ্ছে?
এক বিছানায় অন্যের সঙ্গে রাত কাটাতে পারবেন!
বিছানার একদিকে আপনি শোবেন, আরেকদিকে শোবেন আরেকজন। এমন ভাবেই কাটবে সারারাত। বিছানার উল্টোদিকে যিনি শুচ্ছেন তিনি মহিলা হতে পারেন। আপনি হতে পারেন অপরিচিত পুরুষ। কিন্তু এটা কোনও ‘বিশেষ পরিষেবা’ নয় মোটেই। এখানে ওই মহিলাটি আপনার বাড়িওয়ালি। আর আপনি হলেন ভাড়াটে। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। বিশ্বের এক প্রান্তে বর্তমানে এমনটাই হচ্ছে। আর তার সঙ্গত কারণও রয়েছে।
সম্প্রতি কানাডার এক মহিলা এমন একটি সুযোগ দেন ভাড়াটেদের জন্য। তাঁর বিছানার একটি পাশ তিনি ভাড়া দিতে সম্মত হন। কারণ আর কিছুই না। তাঁর বাড়িতে আর কোনও বেডরুম নেই। এই দিকে ওই এক বেডরুমের মাসিক ভাড়া কমপক্ষে ভারতীয় মুদ্রায় দেড় থেকে দুই লাখ টাকা। তাই শেষ পর্যন্ত এভাবেই খরচ কমানোর পথে হাঁটছেন অনেকে। তারই একজন হলেন ওই মহিলা। তিনি তাঁর বিছানার একটি পাশ ভাড়া দিতে চান। অর্থাৎ ভাড়াটে তাঁর বিছানার ওই পাশটিতে শুতে পারেন। এ জন্য তাঁকে মাসে ৯০০ কানাডিয়ান ডলার ভাড়া দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা।