
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
Viral Video: যত দিন যাচ্ছে, ততই বাড়ছে পৃথিবীর উষ্ণতা। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রোজই নতুন নতুন খবর আসছে বিজ্ঞানীদের কাছ থেকে। এবার প্রকৃতিও জানান দিল তাঁর শোচনীয় পরিস্থিতি। সম্প্রতি মেক্সিকোর সমুদ্রতটে দেখা মিলেছে এক অদ্ভুতদর্শন মাছের। মাছের শরীর একেবারে স্বচ্ছ। শিঙি মাছের মতো অনেকটা দেখতে এই মাছ বাস্তবে বিশালাকার (Oarfish Viral Video)। সমুদ্রের তটে স্নান করতে নেমে কিছু পর্যটকের চোখে পড়ে এই মাছটি। প্রথমে সকলে ভয়ে সরে যান। পরে বুঝতে পারেন আসলে মাছটিই বিপন্ন। প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে জল থেকে উঠে এসেছে।
আরও পড়ুুন - ‘শরীর খারাপ লাগলেই ফোন করত’ ট্যাংরাকাণ্ডে HT বাংলায় মুখ খুললেন ডাক্তার প্রতিবেশী
স্থানীয়দের কথায়, মাছটি গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিশেষ প্রজাতির মাছ। যাকে ওর ফিশ বা ওর মাছ বলা হয়ে থাকে। তবে বিশেষজ্ঞদের পরিভাষায় একে বলা হচ্ছে ডুমসডে ফিশ। ডুমস ডে একটি বিশেষ ঘড়ির নাম। পৃথিবীর কতদিন বাঁচবে তার হিসেবনিকেশ করে এই ঘড়ির কাঁটা। তেমনই এই মাছটির বিপন্ন হয়ে পড়াও যেন পৃথিবীর মৃত্যু ঘনিয়ে আসার এক বিশেষ ইঙ্গিত। মাছটিকে সমুদ্রের জলে কীভাবে পাওয়া গিয়েছিল, তার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। ভিডিয়োটি শেয়ার করে এক নেটিজেন লেখেন, ‘বিপর্যয়ের দিন ঘনিয়ে আসছে।’
আরও পড়ুুন - যেন গ্রহদের মিছিল! সৌরজগতের ৭ গ্রহকে দেখা যাবে বিশেষ কায়দায়, দেখবেন কীভাবে
ওর ফিশকে ধ্বংসের সংকেত হিসেবেই দেখার চল রয়েছে। গভীর সমুদ্র থেকে মাছটি উঠে আসার কারণ কী? বিজ্ঞানীদের অনুমান, সমুদ্রের জলের প্রতিকূল অবস্থার জন্যই সম্ভবত উঠে এসেছে মাছটি। উঠে আসার পর এটি ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। নাড়াচাড়া করা বন্ধ করে দেয়। জলদূষণের কারণে সমুদ্রের তলদেশও এখন যথেষ্ট প্রভাবিত। এর ফলে নষ্ট হচ্ছে জলের বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের সেই প্রতিকূলতাই ওর মাছের জলের উপর ভেসে ওঠার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।
৳7,777 IPL 2025 Sports Bonus