গোমুত্র আর আয়ুর্বেদেই ক্যানসার সারে। ওসব অ্যালোপাথিতে ক্যানসার কেন ডায়াবিটিস থেকে উচ্চ রক্তচাপ কোনওটাই সারে না। আর কী নিদান দিলেন বাবা রামদেব?
আর কী নিদান দিলেন বাবা রামদেব?
অ্যালোপ্যাথির ‘ভুল’ চিকিৎসা নিয়ে আবার সরব হলেন বাবা রামদেব। যোগগুরু রামদেবের কথায় , অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনও রোগের সুরাহা নেই। ডায়াবিটিস থেকে উচ্চ রক্তচাপ মায় ক্যানসারের মতো রোগও সারাতে পারে না অ্যলোপ্যাথি। বরং আয়ুর্বেদই এই সব রোগকে সমূলে বিনাশ করতে পারে। আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ ২০২৩ এর অনুষ্ঠানে এমনটাই জানালেন রামদেব।
রবিবার আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ ২০২৩ এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামদেব। একই সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী ও ক্যাবিনেট মন্ত্রী সতপল মহারাজ। উত্তরাখণ্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় ও দীনদয়াল গোশালা সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই দিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখন্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুনীল যোশী।