Summer Skin Care with Watermelon: শুধু যৌন ক্ষমতাই বাড়ায় না, তরমুজে রূপেও আনে জেল্লা! সহজে এই ফেসপ্যাকে ফিরে পান লাবণ্য Updated: 07 May 2023, 03:31 PM IST Sritama Mitra ত্বককে হাইড্রেটেড রাখতে চাইলে তরমুজের জুরি মেলা ভার। তরমুজের সঙ্গে শসার রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। সেটি বরফ রাখার ট্রেতে রেখে দিন। তারপর তা বরফের কিউব মতো তৈরি হয়ে যাবে। বরফ জমে গেলে কিউব বের করে ত্বকে ঘষে নিন। পরে তা জল দিয়ে ধুয়ে নিন।