ন্যাশনাল সাইকোলজি কুইজ প্রোগ্রাম ‘PSYCH-ED, 2025’-এর অষ্টম বর্ষের জোনাল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কলকাতার ফর্টিস হাসপাতালে। ন্যাশনাল ফাইনালের জন্য লড়াই করলেন প্রতিযোগীরা। জোনাল রাউন্ডে যে বারোটি স্কুল সুযোগ পায়, বারানসীর লাহারতারার সানবিম স্কুল ছিল তার অন্যতম। নশোটি স্কুলের মধ্যে থেকে নির্বাচিত হয়ে এই জোনাল ফাইনালে পৌঁছাছে স্কুলটি।
৯০০টি স্কুলের প্রতিযোগী
প্রসঙ্গত, PSYCH-ED একটি জাতীয় স্তরের মনোবিদ্যা সম্পর্কিত কুইজ কনটেস্ট। প্রতি বছর ফর্টিস হেলথকেয়ারের তরফে এটি আয়োজন করা হয়ে থাকে। চলতি বছর ৯০০টি স্কুল এই কন্টেস্টে অংশ নেয়। এর আগে প্রায় ১২ হাজার প্রতিযোগীও অংশ নিয়েছিল এই বিশেষ ইভেন্টে।
আরও পড়ুন – ডেঙ্গি মানেই ভয় নয়, সুস্থ হওয়ার চাবিকাঠি আপনার হাতেও, কী বলছেন চিকিৎসক?
মূলত ক্লাস ইলেভেন ও টুয়েলভের পড়ুয়াদের জন্য
মূলত ক্লাস ইলেভেন ও টুয়েলভের পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় এই বিশেষ প্রতিযোগিতার। সহযোগিতায় থাকে জিডি গোয়েঙ্কা ইউনিভার্সিটি, প্রোজেক্ট সিএসিএ, রূপা পাবলিকেশন। শহর থেকে গ্রাম, সবখানের সব স্কুলের পড়ুয়ারাই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে।
আরও পড়ুন – স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি পদকে সম্মানিত নানা ক্ষেত্রের কৃতী CISF কর্মীরা
‘মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই উদ্দেশ্য’
হাসপাতালের ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের চেয়ারপার্সন ডাঃ সমীর পারিখ-এর তত্ত্বাবধানে কুইজটির পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছিল। কুইজটির লক্ষ্য শিক্ষার্থীদের জন্য বিষয়টিকে আকর্ষণীয় এবং মজাদার করে তোলার পাশাপাশি তাদের মধ্যে শিক্ষাদান নিশ্চিত করা। এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে ডাঃ পারিখের মন্তব্য, ‘আমাদের এই উদ্যোগের একটি বৃহত্তর উদ্দেশ্য রয়েছে - মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, এই বিষয়ে যে ভুল ধারণা রয়েছে তা কমানো। স্কুল শিক্ষার্থীদের মধ্যে মনোবিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করা। কুইজটি শেখার একটি মজাদার এবং উপভোগ্য উপায় হিসাবে কাজ করে। এই হাসপাতাল দেশের হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম যারা মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং যুবকদের মধ্যে সচেতনতার ওপর বিশেষ জোর দেয়।’