কী করে ওমিক্রন ছড়ালো? কী করে করোনার নতুন রূপটি জন্ম নিল? কী করে পৃথিবীর অধিকাংশ মানুষ সংক্রমিত হলেন করোনার এই রূপটিতে? এ সব নিয়ে এখনও নানা রকম ধোঁয়াশা রয়েছে। কিন্তু হালে বিজ্ঞানীদের কিছুটা হতবাক করে দিয়েছে নতুন এক আবিষ্কার? কী করে ছড়িয়ে পড়ল ওমিক্রন? বিশেষ করে চিনে।
সম্প্রতি একটি নতুন তত্ত্ব উঠে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, চিনে ওমিক্রন পৌঁছেছিল একটি চিঠির মাধ্যমে। কোভিড-১৯ ভাইরাসের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল চিনে। কিন্তু করোনা নিজের রূপ বদলে ওমিক্রনের চেহারা নেয় দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকেই সারা পৃথিবীতে এই রূপটি ছড়িয়ে পড়েছিল বলে অনেকের বিশ্বাস। কিন্তু চিনে এই জীবাণুটি ছড়ালো কী করে, তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল।
সেই সন্দেহই হালে মিটিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের একাংশের দাবি, করোনা ছড়িয়ে পড়ার প্রধান কারণ একটি চিঠি। সেই চিঠির মারফতেই দক্ষিণ এশিয়ার অন্য কোনও জায়গা থেকে চিনে পৌঁছেছিল ওমিক্রন।
কিন্তু এই আবিষ্কার অন্য একটি প্রশ্ন তুলেছে। তাহলে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে কি আদৌ করোনাকে আটকানো যাচ্ছে। এ প্রসঙ্গে এখনই অবশ্য বিশেষ কিছু বলছেন না বিজ্ঞানীরা।
সম্প্রতি livemint.com-এর তরফে সংক্রামক রোগ বিশেষজ্ঞ অনুরাগ আগরওয়ালকে জিজ্ঞাসা করা হয়। তাঁর মতে, এটি একেবারে অসম্ভব— এমন বলা যাবে না। বিরল ঘটনা তো ঘটে। চিনে এটি চিঠি থেকে ওমিক্রন ছড়িয়েছে, তা হতেই পারে। কিন্তু তা বলে যে স্বাস্থ্যবিধি পুরোপুরি তুলে দিতে হবে, তারও কোনও মানে নেই। এমনটাই বলছেন অনুরাগ আগরওয়াল।