Olive Ridley Turtles: অন্যান্য কচ্ছপদের তুলনায় আকারে অনেকটাই ছোট। ওড়িশার ঋষিকুল্যা ও গহিরমাথা নদীতটে ডিম পাড়ে অলিভ রিডলি জাতের কচ্ছপ। বর্তমানে ঋষিকুল্যার নদীর চরে এদের বেশ বড়সড় কলোনিও রয়েছে। মেক্সিকো ও কোস্টা রিকার পরেই যা উল্লেখযোগ্য। সম্প্রতি এক গবেষণায় দেখা গেল, ভারতের এই বিশেষ জাতের কচ্ছপ গোটা বিশ্বে উপলব্ধ অলিভ রিডলি কচ্ছপগুলির তুলনায় জিনগতভাবে অনেকটাই আলাদা। এছাড়াও দেখা গিয়েছে, দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চলে যে ধরনের প্রজাতি দেখা যায়, সেই প্রজাতিগুলির থেকেও বেশ পুরোনো ওড়িশার নদী উপকূলে থাকা কচ্ছপগুলি।
আরও পড়ুন - শরীরে কোন রোগ বাসা বাঁধছে? বলে দেবে ঠোঁট, শুধু এইসব লক্ষণ খেয়াল রাখুন
রেকর্ড সংখ্যক কচ্ছপ ওড়িশার উপকূলে
সামুদ্রিক কচ্ছপগুলির মধ্যে অলিভ রিডলি জাতের কচ্ছপ ক্ষুদ্রতম। ওড়িশার ঋষিকুল্যার ও গহিরমাথা নদীর উপকূলে এদের কলোনি বিশ্বের মধ্যে রেকর্ড গড়েছে। গত মাসের পরিসংখ্যান বলছে, ১৩ লক্ষ কচ্ছপ এখানে ডিম পেরেছে। মেক্সিকো ও কোস্টা রিকার পরিসংখ্যানকে ছাপিয়ে যে কারণে এই দুই নদী উপকূল বিশ্বের বৃহত্তম অলিভ রিডলি কলোনি নামে পরিচিত। ২০২৩ সালে এই পরিসংখ্যান ছিল ১৫ লক্ষ। প্রায় দুই লক্ষ কচ্ছপ গত মার্চ মাসের ২০ তারিখ থেকে ২৭ তারিখের মধ্যে নদী উপকূলে ফেরত এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, এক সপ্তাহে বাসা বাঁধবার জন্য এতগুলি কচ্ছপের ঋষিকুল্যার তটে ফিরে আসাও রীতিমতো রেকর্ড।
আরও পড়ুন - সবচেয়ে দামি জুতো ১২ টাকা! ইউরোপের সেরা সংস্থা যেভাবে পৌঁছাল বাঙালির ঘরে ঘরে