ডেঙ্গি হল মশা বাহিত একটি রোগ। জমে থাকা পরিষ্কার জলে ডেঙ্গির মশা জন্মায়। ডেঙ্গু থেকে অনেক সময় প্রানহানিও ঘটাতে পারে। তবে শুরু থেকে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু অনেকেই প্রথমে ডেঙ্গিকে সাধারণ জ্বর ভেবে ভুল করেন।
প্রতীকী ছবি
ডেঙ্গি হল মশা বাহিত একটি রোগ। জমে থাকা পরিষ্কার জলে ডেঙ্গির মশা জন্মায়। ডেঙ্গু থেকে অনেক সময় প্রানহানিও ঘটাতে পারে। তবে শুরু থেকে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু অনেকেই প্রথমে ডেঙ্গিকে সাধারণ জ্বর ভেবে ভুল করেন। যাতে সেই একই ভুল আপনার না হয়, তার জন্য আজ জাতীয় ডেঙ্গি দিবসে বেঙ্গালুরুর সাকরা ওয়ার্ল্ড হাসপাতালের চিকিৎসক সুব্রত দাস হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন ডেঙ্গির লক্ষণগুলি সম্পর্কে। তিনি বলেন, “ডেঙ্গির মূল কারণ হল মশার বংশবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের ফলে এডিস মশার সংখ্যা বৃদ্ধি পায়।" তাঁর মতে, ডেঙ্গির লক্ষণগুলি হল প্রবল জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথা, বমি বমি ভাব এবং ত্বকে ফুসকুড়ি।
পাশাপাশি মুম্বইয়ের ইন্টারনাল মেডিসিন গ্লেনিগেলস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চিকিৎসক মঞ্জুষা আগরওয়াল জানিয়েছেন কী কী দেখলে বুঝবেন যে ডেঙ্গু হয়েছে।
হাই ফিভার: প্রথমে হালকা জ্বর দিয়ে শুরু হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ১০০ কাটা পেরিয়ে যায় পারদ। পাশাপাশি ত্বকে ক্ষত তৈরি হতে পারে। প্রস্রাব বা মলের সঙ্গে রক্তও পড়তে পারে। যদি এই লক্ষণগুলি দেখা দেয় তাহলে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করান।
শরীরের ব্যথা: ডেঙ্গি হলে পেশী ও জয়েন্টে খুব ব্যথা হতে পারে।
পেট ব্যথা: ডেঙ্গি থেকে পেটে ব্যথা হতে পারে যার ফলে অস্বস্তি হতে পারে। পেটে তীব্র ব্যথা বা ক্র্যাম্প অনুভব করতে পারে। অনেক সময় এই ব্যাথা এমনই হয় যে অনেকে ভাবতেই পারেন না এটা ডেঙ্গি থেকে হচ্ছে, তাঁরা অন্য রোগ ভেবে ভুল করে বসেন।