জলের তলায় গিয়েছিলেন গবেষণার কাজে। কিন্তু সেই কাজের নেশায় থেকেই গেলেন জলের তলায়। আর ওঠারই নাম নেই। আর সেই করতে করতে ভেঙে ফেললেন জলের তলায় থাকার বিশ্বসেরা রেকর্ডটিও।
৭৮ দিন পেরোলেও জলতল থেকে ফিরতে নারাজ
জলের তলায় গিয়েছিলেন গবেষণার কাজে। কিন্তু সেই কাজের নেশায় থেকেই গেলেন জলের তলায়। আর ওঠারই নাম নেই। আর সেই করতে করতে ভেঙে ফেললেন জলের তলায় থাকার বিশ্বসেরা রেকর্ডটিও। গড়ে দিলেন নয়া রেকর্ড। কিন্তু রেকর্ড গড়তে তো আর জলের তলায় যাননি আমেরিকার ডক্টর জোসেফ দিতুরি। তাই আর ফেরার কথা ভাবছেন না তিনি। আপাতত, আমেরিকার ফ্লোরিডায় একটি ৩০ ফুট গভীর হ্রদের নিচেই রয়েছেন জোসেফ। জলের নিচে বাস করতে করতে কেটে গিয়েছে ৭৪ দিন। নামও উঠে গিয়েছে গিনিস বুকের পাতায়। স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত ফ্লোরিডা কিস লজে রয়েছেন তিনি। জলের তলায় প্রবল চাপের মধ্যে সবচেয়ে বেশি দিন রয়েছেন এমন মানুষ হিসেবে নজির গড়েছেন এই বিজ্ঞানী।
কি লার্গোর হ্রদের নিচে জুল’স আন্ডারসি লজের মধ্যেই রয়েছেন ডক্টর জোসেফ দিতুরি। আপাতত, তাঁর সেখান থেকে ফেরার কোনও পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন জোসেফ। তার পরিকল্পনা এই ৭৪ দিন থেকে ১০০ দিনের কোঠা পার করবেন তিনি। এই রেকর্ড করতে চাওয়ার পিছনে কারণও রয়েছে। জোসেফের কথায়, ১০০ দিনের রেকর্ড গড়তে পারলে তা কারওর ভাঙা বেশ কঠিন হবে। সেই উদ্দেশ্যেই জলে ডুব দিয়েছেন তিনি। বলা ভালো, সেই উদ্দেশ্যেই আপাতত জলের উপর উঠে আসার নাম করছেন না জোসেফ। নিজের এই সাহসী কাজকে একটি বিশেষ প্রকল্প বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি এই বিশেষ প্রকল্পের নাম রেখেছেন প্রোজেক্ট নেপচুন ১০০।