
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Alcohol Use In Kali Puja: কারণসুধা ছাড়া মা কালীর পুজো যেন অসম্পূর্ণ। অথচ কোনও শাস্ত্রেই সেভাবে উল্লিখিত নেই মদের কথা। তাহলে কেন দেবীকে নিবেদন করতে হয় কারণবারি। এর নেপথ্যে একাধিক কাহিনি প্রচলিত আছে বলে জানা যায়।
শোনা যায়, বশিষ্ঠ মুনিই প্রথম বাংলায় মদ সহযোগে তন্ত্রসিদ্ধ কালীপুজো শুরু করেছিলেন। দীর্ঘকাল পুজো করেও তিনি সিদ্ধি অর্জন করতে পারেননি। তখন ভগবান বিষ্ণুর নির্দেশে তিব্বত রওনা দেন বশিষ্ঠ। সেখানে গিয়ে মা তারার সাধনাপদ্ধতি। দেবী তারা বা তারিণীকে এখানে পঞ্চ ‘ম’ সহযোগে পুজো করা হয়ে থাকে। এই পঞ্চ ম হল — মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। তন্ত্রসাধনায় মদের ব্য়বহার দেখে অভিভূত হয়েছিলেন মহামুনি বশিষ্ঠ। এর পর সেই রীতিকেই নিয়ে আসেন বঙ্গদেশে। মনে করা হয় তখন থেকেই দেবীর পুজোয় মদের প্রচলন।
আরও পড়ুন - সার্ভিস কালীকে পুজো দিলেই হবে চাকরি! এই বিশ্বাসেই বাঁকুড়ায় ভিড় করেন লক্ষ ভক্ত
মদ্য বলতে মদকেই বোঝানো হয়, এমনটা মনে করেন না অনেকেই। তন্ত্রবিশারদ বা তন্ত্র নিয়ে যারা গবেষণা করেন, তাদের অনেকের মতে, মদ্য বলতে বোঝানো হয় ব্রহ্মরন্ধ থেকে গড়িয়ে আসা অমৃতধারাকে। তান্ত্রিক পদ্ধতিতে সাধকের কুলকুণ্ডলিনী জেগে উঠলে মস্তিষ্কের উপরিভাগ অর্থাৎ ব্রহ্মতালুর কাছে থাকা ব্রহ্মরন্ধ্র খুলে যায়। সেখান থেকে যে আনন্দধারা প্রবাহিত হয়, তা-ই মদ বা কারণসুধা
আরও পড়ুন - মা কালীর ৩ মূর্তি তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে! বাকি দুটি কোথায় প্রতিষ্ঠিত জানেন
মহিষাসুর নিধনের কাহিনিকেও এর সঙ্গে জড়িত বলে মনে করেন অনেক পণ্ডিত। নেপথ্যে রয়েছে দেবীর ক্লান্তি। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়া দেবীকে একটি তরল পান করতে দেন দেবতারা। এই তরলকে শ্লোকে মধু বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেটি আদতে মধু নয়, মদ বলেই মন করেন পণ্ডিতরা। শ্লোকটি ছিল দেবী দুর্গার মুখনিঃসৃত। দেবীর ক্লান্তি মহিষাসুর হাসছিলেন। তখনই দেবী বলেন, ‘গর্জ গর্জ ক্ষণং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম, ময়া ত্বয়ি হতেহত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতাঃ’। বাংলায় এর অর্থ ‘রে মূঢ়, আমি যতক্ষণ মধুপান করি, ততক্ষণ গর্জন করে নে তুই। আমি তোকে বধ করলেই দেবতারা এখানে গর্জন করবেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports