Home Remedies to Prevent Mosquitoes: মশার জ্বালায় কি অত্যিষ্ট? উপদ্রব কমাতে বাড়িতে লেবু, লবঙ্গের এই উপায় কার্যকরী
1 মিনিটে পড়ুন Updated: 12 Apr 2022, 03:25 PM ISTআপনি কি যেখানেই বসেন, সেখানেই ঘুরপাক খায় মশা? তাহলে বাড়ির যে জলা জায়গায় মশার উপদ্রব বাড়ছে, সেখানে কিছুটা গুঁড়ো সাবান ফেলে দিন। সাবানের ফ্যানা হলে তো কথাই নেই। মশা জলের প্রতি আকৃষ্ট হয়ে বসলেই মরে যাবে। এছাড়াও কোন কোন উপায় রয়েছে মশা তাড়ানোর দেখেনিন।