
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সারা বিশ্ব জুড়ে আবার কলেরা সংক্রমণ বাড়ছে। মানুষকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কী বলছেন তাঁরা?
কেন বাড়ছে কলেরা সংক্রমণ?
এই সংক্রমণের মাত্রা বাড়ার কারণ হিসাবে বিজ্ঞানীরা মূলত দায়ী করছেন বিশ্ব উষ্ণায়ন বা Global Warming-কেই। এর ফলে দূষিত খাবার খাওয়ার, দূষিত জল পান করার পরিমাণ বেড়েছে বলেও মনে করছেন তাঁরা। আর তাই কলেরা পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।
সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি সাইক্লোনের প্রভাবে খাবার এবং জলে দূষণের মাত্রা বেড়েছে। আর সেই কারণেই বেড়ে গিয়েছে কলেরার সংক্রমণ। এই জাতীয় সাইক্লোনের পিছনে বিশ্ব উষ্ণায়নের বড় ভূমিকা আচে বলেই মনে করেন পরিবেশবিদরা। আর তাই কলেরা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এরই। এণনই মত তাঁদের। বিজ্ঞানীদের বক্তব্য, হালে যে পরিমাণে এই সংক্রমণ বেড়েছে, তা অতীতে বিশেষ দেখা যায়নি।
কোথায় কোথায় বাড়ছে সংক্রমণ?
এখনও পর্যন্ত ৩০টিরও বেশি দেশে এই সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। এর মধ্যে বেশির ভাগ দেশই এখনও পর্যন্ত আফ্রিকার। তবে এশিয়ার বেশ কিছু দেশও রয়েছে। যেমন পাকিস্তানে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই রোগের জীবাণু। ভারতেও এই জীবাণুর সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বহু বিশেষজ্ঞই।
আটকানোর উপায় কী?
এই সংক্রমণ আটকানোর প্রধান উপায় কলেরার টিকা নেওয়া। কিন্তু হালে কোভিড পরিস্থিতির কারণে কলেরার টিকাকরণের হার কমে গিয়েছে। শুধু তাই নয়, করেলার টিকা উৎপাদনের হারও বেশ কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই কলেরা সংক্রমণের মাত্রা বাড়ছে।
কীভাবে সাবধান হবেন?
বিজ্ঞানীরা বলছেন, নিয়মমাফিক টিকা নিতে। দূষিত জল যাতে পান না করেন, সে বিষয়ে সতর্ক থাকতে। এবং তাজা খাবার খেতে। এভাবেই কলেরা থেকে সাবধান হতে বলছেন তাঁরা।
৳7,777 IPL 2025 Sports Bonus