Durga Puja 2024: পুজোর ব্যাপারে যাবতীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার। কিন্তু তার পরেও মনের শান্তি যেন কিছুতেই ফিরছে না। কাটছে না ভয়। পুজোর প্রস্তুতিও তাই অনেক জায়গায় শুরু হয়নি বাংলাদেশের। এমনকি কিছু জায়গায় হয়তো এই বছর পুজোর আয়োজন করা হবে না। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি এমনটাই বলে জানা যাচ্ছে। পরিস্থিতি উদ্বেগের কারণ বাংলাদেশের বেশ কিছু স্থানে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে।
নিরাপত্তার আশ্বাসে লাভ হচ্ছে না
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দিয়েছেন দুর্গা পুজোর সময় সবরকম নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু সেই আশ্বাসেও চিঁড়ে ভিজছে না বলেই দাবি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ইসলামপন্থী মৌলবাদী সংগঠনগুলি হুমকি দিতে শুরু করেছে বলে অভিযোগ।
আরও পড়ুন - Durga Puja 2024: ইলিশ ভোগ, বেনারসি শাড়ি পান মা, ৫০০ বছর পুরনো এই পুজোয় আজও নামে মানুষের ঢল
ইসলামপন্থী মৌলবাদীদের হুমকি
সাহস করে যারা পুজোর আয়োজন করছেন, তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। কিছু জায়গায় পুজো শুরুর আগেই প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে। আবার কিছু স্থানে পুজোর জন্য পাঁচ লক্ষ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। এছাড়াও, পুজো বন্ধ রাখার হুমকি তো রয়েছেই। বিভিন্ন এলাকার হিন্দু বাসিন্দাদের অভিযোগ, পুজোর সময় মাইক বাজানো যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এমনকি কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যাবে না বলে শাসানো হয়েছে।