বাংলা চ্যানেলের মধ্যে সব জনপ্রিয়তার নিরিখে সবথেকে শীর্ষে রয়েছে জি বাংলা। জি বাংলা এবং জি বাংলা সিনেমা বিগত কয়েক বছর ধরে মানুষকে সমানে আনন্দ দিয়ে চলেছে। এবার সেই আনন্দে যোগদান করতে চলেছে জি বাংলা সোনার।
ইতিমধ্যেই জি বাংলা সোনারের বেশ কিছু অনুষ্ঠান এবং সিরিয়ালের কথা প্রকাশ্যে এসেছে। ১০ দিনে ১০ লাখ, বেদিনি জ্যোৎস্নার অমর প্রেম, শ্রীমান ভগবান দাস, সোনার জলসাঘর সহ একাধিক ধারাবাহিক এবং অনুষ্ঠান সম্প্রচারিত হবে এই চ্যানেলটিতে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
ধারাবাহিক এবং অনুষ্ঠানগুলি আগামী ২৫ আগস্ট থেকে শুরু হলেও এই চ্যানেলটির শুভারম্ভ হতে চলেছে ঠিক তার আগের দিন অর্থাৎ ২৪ তারিখ সন্ধ্যে ছটা থেকে। চ্যানেলটির শুভ অনুষ্ঠানে যোগদান করবেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সহ একাধিক তারকা।
উদ্বোধনী অনুষ্ঠান চলবে সারা সন্ধ্যে। অনুষ্ঠানে শুধু বড় পর্দার নয়, উপস্থিত থাকবেন ছোট পর্দায় একাধিক তারকা। উপস্থিত থাকবেন নতুন চ্যানেলের কলাকুশলীরা। নাচে গানে মেতে উঠবেন সকলে। পরের দিন থেকে শুরু হবে চ্যানেলের বাকি অনুষ্ঠানগুলির সম্প্রচার।
২৫ তারিখ সন্ধ্যে ৭টা থেকে সম্প্রচারিত হবে ‘বেদেনী জ্যোৎস্নার অমর প্রেম’। এই ধারাবাহিকে নজর কাড়তে আসছেন ইন্দ্রানী পাল। সন্ধ্যে আটটা থেকে সম্প্রচারিত হবে বিশ্বনাথ এবং মিমির নতুন ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
এই ধারাবাহিকে ইন্দ্রশীষ রায়কে মহাদেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ২৫ আগস্ট থেকে সোম থেকে মঙ্গল ঠিক রাত নটায় শুরু হয়ে যাবে দম্পতিদের নতুন রিয়ালিটি শো ‘১০ দিনে ১০ লাখ’। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিক্রম এবং ঐন্দ্রিলা।
গানের যুগলবন্দী নিয়ে জি সোনার বাংলায় আসতে চলেছে ‘সোনার জলসাঘর’। অনীক ধরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে থাকবেন অদিতি মুন্সি, পৌষালী গোস্বামী সহ সুরের জগতের পাঁচ মহারথী। থাকবেন মহাগুরু পণ্ডিত তন্ময় বোস। আগামী ২৫ আগস্ট থেকে সপ্তাহে তিন দিন ঠিক রাত ৮টায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।