বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa: কৌশিকীর গানে শান্তনু মৈত্রর ৮০ ছুঁইছুঁই মায়ের নাচ! প্রেমের জোয়ারে ভাসল সারেগামাপা-র মঞ্চ
সারেগামাপা-র সফর ইতিমধ্যেই শেষ হয়েছে। ফাইনালে সেরার শিরোপা কার হাতে উঠেছে, কিংবা ১০জন ফাইনালিস্ট কারা, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে। কিন্তু টিভির পর্দায় এখনও লম্বা সফর পড়ে রয়েছে। চলতি সপ্তাহে জি বাংলার পর্দায় প্রেমের জোয়ার! হ্যাঁ, এই সপ্তাহে ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল পর্ব থাকছে এই রিয়ালিটি শো-এর মঞ্চে। আরও পড়ুন-বাদ বনশ্রী, ফাইনালে জায়গা হয়নি অঙ্কনা-দিবাকরেরও! ১০জন ফাইনালিস্ট কারা? জিতল কে?