ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত শুনানির দিন ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের গায়ে থাকা 'বি ইয়োর ওন সুগার ড্যাডি' লেখা টি-শার্ট বড় বিতর্কের জন্ম দিয়েছিল। আর অনেকেই তা দেখে দুইয়ে দুইয়ে চার করেছিলেন যে, চাহালের ইঙ্গিত আসলে ধনশ্রীর দিকে। এমনিতেই তখন এই বিয়ে ভাঙার পর ধনশ্রী যে খোরপোশ পাচ্ছেন, তা নিয়ে মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া, আলোচনা ছিল তুঙ্গে।
'সুগার ড্যাডি' টি-শার্ট থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন এবং ধনশ্রী বর্মার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে ইউটিউব চ্যানেলে রাজ শামানির সঙ্গে আড্ডায় অকপটে মুখ খুললেন চাহাল। আর সেই ভাইরাল টি-শার্ট নিয়ে প্রশ্নের জবাবে চাহাল বলেন, ‘আমি কোনো নাটক করতে চাইনি। আমি শুধু একটা মেসেজ দিতে চেয়েছিলাম এবং যেটা আমি টি-শার্টের মাধ্যমে দিয়েছি।’
‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’র পিছনের কারণ সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে, চাহাল হেসে জবাব দেন যে, ‘ওপাশ থেকে কিছু একটা হয়েছে, এবং আমি প্রথমে উত্তর দিতে চাইনি। কিন্তু তারপর কিছু ঘটল, এবং আমি ভাবলাম, 'যথেষ্ট হয়েছে, এখন আমি কাউকে পরোয়া করি না। আমি কাউকে গালি দেইনি; আমি শুধু আমার বার্তা পৌঁছে দিতে চেয়েছি।’
এরপর খোরপোশ সম্পর্কে চাহালের জবাব দেন, আলোচনার প্রক্রিয়াটি কঠিন ছিল। জতীয় দলের এই বোলার বলেন, ‘ভালো একটা ডিল করতে পেরেছি’।
২০২০ সালের ডিসেম্বরে গুরুগাঁওয়ের একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন চাহাল ও ধনশ্রী বর্মা। কোভিড-১৯ মহামারীর সময় তাদের আলাপ, যখন ধনশ্রীর কাছে নাচ শিখতে গিয়েছিলেন চাহাল। ২০২২ সালের জুনে দুজন বিয়ে করেন। এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আইনিভাবে দুজনের পথ আলাদা হয়। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তাঁরা ফ্যামিলি কোর্টে।
প্রথমে শোনা গিয়েছিল যে ধনশ্রীর তরফে খোরপোষে নাকি ৬০ কোটি টাকা চাওয়া হয়েছে। এরপর ধনশ্রীর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘খোরপোষের সংখ্যা নিয়ে যে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে তাতে আমরা গভীরভাবে ক্ষুব্ধ। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের কোনো অর্থ কখনো চাওয়া হয়নি, দাবি করা হয়নি বা প্রস্তাবও দেওয়া হয়নি। এসব গুজবের কোনো সত্যতা নেই। শুধু ওদের দুজনের নামে নয়, তাদের পরিবারকেও অহেতুক জল্পনা-কল্পনার মধ্যে টেনে এনে এই ধরনের অযাচাইকৃত তথ্য প্রকাশ করা চরম দায়িত্বজ্ঞানহীনতা। এ ধরনের বেপরোয়া রিপোর্টিং কেবল ক্ষতিই করে এবং আমরা গণমাধ্যমকে সংযত হতে, ভুল তথ্য ছড়ানোর আগে সত্যতা যাচাই করতে এবং সবার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।’
শেষমেশ চাহাল ৪.৭৫ কোটি টাকা খোরপোশ দেন ধনশ্রীকে। এখন, চাহাল আরজে মাহভাশের সঙ্গে ডেটিং করছেন বলে শোনা যাচ্ছে। কদিন আগে চাহালের বার্থ ডে পার্টিতেও ছিলেন মাহভাশ। তাদের একসঙ্গে ঘন ঘন জনসমক্ষে উপস্থিতির কারণে চর্চা যদিও মুহুর্মুহু বাড়ছে।