ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল বিগত কয়েকমাস ধরেই খবরের শীর্ষে। করণ ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্সের পরপরই, চাহালকে প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে, সুন্দরী আর জে মাহভাশের সঙ্গে। সঙ্গে একাধিক মিডিয়া ও ভক্তদের মধ্যে জল্পনা, চাহাল আর মাহভাশ নাকি জমিয়ে করছেন প্রেম। যদিও এই জুটি প্রকাশ্যে একে অপরকে ‘বন্ধু’ বলেই বর্ণনা করে চলেছেন। মাহভাশ সম্প্রতি ইন্সট্যান্ট বলিউডের সঙ্গে একটি সাক্ষাৎকারে চাহালকে নিয়ে কথা বলেন। এবং যার থেকে স্পষ্ট হয়েছে, দুজনে বন্ধন ঠিক কতটা মজবুত।
যখন মাহভাশকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি ক্রিকেটারের কোন গুণটি চুরি করতে সবচেয়ে বেশি পছন্দ করবে, তখন কোনোরকম দ্বিধা না করেই দেন জবাব। বলেন, ‘ওর ভদ্রতা, আর নম্রতা’। মাহভাশের কথায়, ‘তিনি সত্যিই সবচেয়ে যত্নশীল মানুষদের মধ্যে একজন, যা হয়তো তুমি আগে দেখোনি। নিজের ভালোবাসার মানুষদের জন্য সবসময় আছেন। আমি ওঁর এই গুণটিই চুরি করতে চাই।’
এর আগে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পঞ্জাব কিংসের জয়ের পর চাহালের জন্য একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা শেয়ার কর, রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন মাহভাশ। যেখানে লেখা ছিল, ‘সব খারাপ-ভালোয় তোমার দলের পাশে থাকার জন্য, আর পাহাড়ের মতো তোমার পিছনে থাকার জন্য। আমরা সবাই তোমাদের জন্য এখানে আছি’।
এরপর জবাব দিয়ে চাহাল লেখেন, ‘তোমরা সবাই আমার মেরুদণ্ড! আমার পাশে দাঁড়িয়ে সবসময় আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।’
প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশের পর, মাহাভাস এবং চাহালকে একসঙ্গে দেখা যায় বড়দিনের আশেপাশে। এরপর দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ গ্যালারিতে বসে দেখেন দুজনে। তার থেকে প্রেমের খবরে আরও যেন জোয়ার আসে।
এদিকে, মাহভাশ আর চাহালের প্রেমচর্চা যখন তুঙ্গে, ঠিক তখনই ক্রমাগত নেটপাড়ায় ট্রোল হয়েছেন পেশায় ডান্সার, নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা। চাহালের থেকে ডিভোর্সের পর, ৪ কোটি ৭৫ লক্ষ টাকা নেওয়ায় ‘গোল্ড ডিগার’ তকমা পর্যন্ত দেওয়া হয়। এখানেই শেষ নয়, ডিভোর্সের দিন টি-শার্টে ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ লিখেও হাজির হয়েছিলেন চাহাল।