ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ‘প্রেম’ দীর্ঘদিন ধরেই খবরে। যদিও একে-অপরকে বন্ধু বলেই চালাচ্ছেন তাঁরা। সম্প্রতি লন্ডনে জন্মদিন পালনের সময় চাহালের তাঁকে জড়িয়ে ধরার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আরজে মাহভাশের সঙ্গে যুজবেন্দ্র চাহালের জন্মদিন উদযাপন:
ক্রিকেটার চাহাল ২৩ জুলাই লন্ডনে তাঁর ৩৫তম জন্মদিন উদযাপন করলেন। এক পাপারাজ্জো দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োতে জন্মদিনের কিছু বিশেষ মুহূর্ত উঠে এসেছে। সুপার এক্সাইটেড চাহাল তারপর থেকেই ফের টক অফ দ্য টাউন। কারণ একসময় বেশ উত্তেজিত চাহাল আনন্দে জড়িয়েও ধরেন মাহভাশকে। চাহালের সতীর্থ শিখর ধাওয়ানকেও এই উদযাপনে দেখা গিয়েছে।
চাহালকে দেখতে পাওয়া গেল সাদা শার্ট এবং বাদামি ট্রাউজার্স পরে। মাহভাশ সাদা ট্যাঙ্ক টপ এবং নীল স্কার্ট বেছে নিয়েছিলেন। দেখুন-
২৩ জুলাই, মহাভাশ ইনস্টাগ্রামে একটি রেস্তোঁরায় তাঁর ও চাহালের একটি ছবি শেয়ার করেন। আর শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন ইউজি! বুড়ো হওয়া জীবনের একটি অংশ, এবং অন্যান্য অংশগুলি আরও খারাপ। সো অল দ্য বেস্ট। তিনি একটি হাসি এবং একটি হৃদয়ের ইমোজি যুক্ত করেছিলেন।’
প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের সময় মহভাশ ও চাহালের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। ২০২৪ সালের শেষের দিকে ক্রিসমাসের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলে জল্পনা শুরু হয়। ২০২৫ সালে, চাহাল আনুষ্ঠানিকভাবে ধনশ্রীর থেকে ডিভোর্স নেন। এরপর মহাভাশের সঙ্গে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উপভোগ করতে দেখা গিয়েছিল চাহালকে। যা সম্পর্কের গুজবকে আরও বাড়িয়ে তোলে।
সেই সময়, মাহভাশ স্পষ্ট করে বলেছিলেন যে তারা কেবল বন্ধুই - এমন একটি অবস্থান যা তিনি আজ অবধি বজায় রেখেছেন। তবে ২০২৫ সালে আইপিএল ট্রফির একটি ম্যাচ চলাকালীন, তাকে অন্যান্য ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীদের সঙ্গে পঞ্জাব কিংসের টিম বাসে উঠতে দেখা গিয়েছিল, যা নতুন করে বাড়িয়েছিল জল্পনা।
এমনকী, মাসখানেক আগে চাহাল একবার মহাভাশকে তার ‘মেরুদণ্ড’ বলেও উল্লেখ করেছিলেন। ২০২৫ সালের মে মাসে, মাহভাশ ওয়েব সিরিজ প্যায়ার পয়সা প্রফিটের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। প্রতীক যাদব, আশিস রাঘব, শিবাঙ্গী খেদকর এবং নীল ভূপালমকে মুখ্য ভূমিকায় দেখা যায় এই ধারাবাহিকে।