
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাঙালির কাছে আবেগের আরেক নাম অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ভূমিপুত্রর গানে মুগ্ধ আট থেকে আশি। অরিজিৎ মানেই সুপারহিট গান, সাধারণ গানকেও অসাধারণ করে তোলেন অরিজিৎ, তাও নিজের ম্যাজিকে। তাঁর হাসিমুখ দেখলে প্রাণ জুড়িয়ে যায় অনুরাগীদের। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অরিজিতের গান শুনতে হাজার হাজার টাকা খরচ করতেও কুন্ঠাবোধ করেন না ভক্তরা।
কম কথার মানুষ অরিজিৎ, গ্ল্যামারাস লাইফ মোটে পছন্দ নয় তাঁর। তাই তো মুম্বই নয়, মুর্শিদাবাদের বাড়িই তাঁর স্থায়ী ঠিকানা। ‘ফেম গুরুকুল’ দিয়ে শুরু হয়েছিল অরিজিতের সফর। সে প্রায় দু-দশক আগের কথা। তারপর নম্বর সময় মুম্বইতে স্ট্রাগল করেছেন গায়ক, প্রীতমের সহকারী হিসাবে কাজ করেছেন স্টুডিও-তে। সঙ্গে চালিয়ে গিয়েছেন গানের রেয়াজ। এমনিতে সারাক্ষণ হাসিমুখেই দেখা মেলে অরিজিতের, কিন্তু গায়ককে কখনও রাগতে দেখেছেন?
গান গাইতে গিয়ে টেকনিক্য়াল কারণে সমস্য়ায় পড়ে একবার মেজাজ হারিয়েছিলেন অরিজিৎ। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল গায়কের বহু বছর পুরোনো এক ভিডিয়ো। সেখানে অল্প বয়সী অরিজিৎ-কে দেখা গেল ভরা মঞ্চে ‘নাদান পরিন্দে’ গাইছেন। অথচ গাইবার সময় স্ট্যান্ডে রাখা মাইকটি বারবার নড়ে যাচ্ছিল। এতেই রেগে আগুন গায়ক। চিৎকার করে ওঠেন তিনি। বলতে শোনা যায়, ‘কেউ এই মাইকটি ফিক্স করুন’। সঙ্গে একটি ‘অশ্লীল’ শব্দও প্রয়োগ করে বসেন অরিজিৎ। তা শুনে চোখ গোলগোল অনেকেরই। সম্প্রতি অরিজিৎ একাধিক ফ্য়ান ক্লাবের তরফে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। প্রসঙ্গত, রহমানের সুরে রণবীরের ‘রকস্টার’ ছবির ‘নাদান পরিন্দে’ গানটি গেয়েছিলেন মোহিত চৌহান।
অরিজিৎ ভক্তরা এই বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। মঞ্চে অনেকক্ষণ ধরে পারফর্ম করে বেশ ক্লান্ত ছিলেন অরিজিৎ, সেখানে বারবার ওই মাইকের জন্য সমস্য়ায় পড়তে হচ্ছিল তাঁকে। গানে মনোযোগ দিতে পারছিলেন না তিনি, রেগে যাওয়াটাই স্বাভাবিক, দাবি ভক্তদের।
মাটির মানুষ অরিজিৎ মাটিতে পা দিয়ে চলতেই ভালোবাসেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আগের চেয়ে আরও পরিণত অরিজিৎ। মঞ্চে গান গাইবার সময় অনুরাগীদের আবদার সবসময়ই হাসি মুখে পূরণ করেন। চলতি বছর দু-বার বাংলার মাটিতে পারফর্ম করেছেন অরিজিৎ। কলকাতা ও শিলিগুড়িতে অরিজিতের কনসার্ট ছিল হাউসফুল।
মাত্র এক দশকের প্লে-ব্য়াক কেরিয়ারে ৫০টির বেশি পুরস্কার রয়েছে অরিজিতের ঝুলিতে। দিন দিন তাঁর গুণমুগ্ধের সংখ্য়া বেড়েই চলেছে। সদ্য অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন অরিজিৎ। বি-টাউনে জোর জল্পনা ‘ঝুমে জো পাঠান’-এর পর শাহরুখ ‘জওয়ান’ ছবিতেও প্লে-ব্যাক করবেন গায়ক। শাহরুখের লিপে ফের একবার অরিজিতের গান শুনতে মুখিয়ে রয়েছে ভক্তরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports