যেন বলিউডের শাকিব খান, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, মিশরের সাংবাদিককে লুকিয়ে বিয়ের পর লুকিয়ে বাবাও হয়ে গিয়েছেন ভিভিয়ান, রয়েছে দু'মাসের শিশুকন্যা
ভিভিয়ান ডিসেনার দ্বিতীয় বিয়ে
ভিভিয়ান ডিসেনা, হিন্দু টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ। বরবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে চেয়েছেন ভিভিয়ান। তবে তারপরেও বারবার চর্চায় উঠে এসেছে অভিনেতার প্রেম। কিছুদিন আগেই জানা গিয়েছিল অভিনেত্রী বাহবিজ দোরাবজী-র সঙ্গে আলাদা হওয়ার পর নওরান আলি নামে এক মিশরীয় সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন ভিভিয়ান। বিশেষ সূত্রে খবর ওই মিশরীয় সাংবাদিককে নাকি বিয়েও করেছেন অভিনেতা।
আর এখন ভিভিয়ান ডিসেনার ব্যক্তিগত জীবন নিয়ে সামনে এসেছে আরও একটি খবর। যেটা হল, অভিনেতার নাকি একটি দুমাসের শিশুকন্যাও রয়েছে। খবরটি অবাক করলেও সত্যি। ভিভিয়ান স্ত্রী নওরান তাঁর মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করলে খবর ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ভিভিয়ানের এক সহ অভিনেতা এখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌরান ছিলেন ভিভিয়ানের অনুরাগী। তিনি প্রায়শই আমাদের সেটে যেতেন এবং ভিভিয়ানের শটগুলির কী অ্যাঙ্গেল, তিনি কী পরেছেন এবং অন্যান্য নানান বিষয় জানার চেষ্টা করতেন। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। যদিও এসব খবরে এখনও চুপই রয়েছেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা।