নিজেদের কাজের দুনিয়ায় তাঁরা সবসময়ই বেজায় ব্যস্ত থাকেন। একজন বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্বল নক্ষত্র,অন্যজন বলিউডের প্রথম সারির নায়িকা। তবে কাজের ফাঁকে সুযোগ পেলেই একসঙ্গে ঘুরতে পেরিয়ে পড়েন বিরুষ্কা। আপতত মুম্বইয়েই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন বিরাট, অনুষ্কা।
বাংলাদেশ বধের পর কলকাতা থেকে মুম্বই ফিরতেই স্ত্রী অনুষ্কা বড়ো সারপ্রাইজ দিয়েছেন বিরাট কোহলিকে। বিমানবন্দরে স্বামীকে স্বাগত জানাতে পৌঁছেছিলেন বিরাট পত্নী। এবার অনুষ্কার জন্য সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক বার্তা পোস্ট করলেন বিরাট কোহলি।পোস্টে অনুষ্কার প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিয়েছেন বিরাট। নিজেদের সাম্প্রতিকতম ভুটান সফরের একটি ছবি পোস্ট করে ভারত অধিনায়ক লিখেছেন, ‘জীবনের যাত্রাপথে তোমার সঙ্গে হেঁটে চলতে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দরকার নেই’। ছবিটিতে পাহাড়ি রাস্তায় ট্রেক করে উপরে উঠতে দেখা যাচ্ছে বিরুষ্কাকে। দেখা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে স্বামীর আগেই হাঁটছেন অনুষ্কা।
বিরাট ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করার পর মুহুর্তেই মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। কয়েক মিনিটেই ছবিটিতে পড়ে যায় ৩ লক্ষ লাইক। ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করে বিরাটের এই রোম্যান্টিক অবতার দেখে। সকলেই একমত বিরাট, অনুষ্কা যে কোন প্রেমিক যুগলকে 'কপল গোলস' দিতে বাধ্য।
রবিবার রাতেই মুম্বই এয়ারপোর্টে বিরাটকে সারপ্রাইজ দিতে পৌঁছে ছিলেন অনুষ্কা। বিমানবন্দরে পত্নীর উপস্থিতি সম্পর্কে কিছুই জানা ছিল না কিং কোহলির। গাড়ির দরজা খুলে অনুষ্কাকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেন নি বিরাট, জাপটে ধরেছিলেন অনুষ্কাকে। গোটা মুহুর্তই ফ্রেমবন্দি হয়েছে চিত্রগ্রাহকদের ক্যামেরায়।

নিজের জন্মদিনটা একটু একান্তে কাটাতে প্রতিবেশি দেশ ভুটানে উড়ে গিয়েছিলেন বিরাট, সফরসঙ্গী অনুষ্কা। ভুটান সফরের একাধিক ছবি উঠে এসেছে বিরুষ্কার ইন্সটাগ্রামের দেওয়ালে।
বিরাটের জন্মদিনে ইন্সটাগ্রামে একটি প্রেমমাখা ছবি পোস্ট করে স্বামীর উদ্দেশে একটা দারুণ বার্তা লিখেছিলেন নায়িকা। অনুষ্কা লিখেছিলেন, 'আমার আর্শীবাদ, আমার বন্ধু, আমার আত্মবিশ্বাস, আমার সত্যিকারের ভালোবাসা! তোমার সারাজীবন আলোকিত হয়ে ওঠুক, তুমি যেন ঠিক রাস্তাটাই সবসময় বেছে নিতে পারো। তোমার দয়ার মনোভাবই তোমাকে একজন আদর্শ নেতা হিসাবে গড়ে তুলেছে। আজীবন এটা যেন তোমার মধ্যে একইরকম থাকে'।
অনুষ্কাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে শাহরুখ খানের জিরোতে। সূত্রের খবর ফারহা খানের সেভেনে দেখা যাবে অভিনেত্রীকে। অমিতাভ বচ্চনের সত্তে পে সত্তা ছবির রিমেক 'সেভেন'।