ছাবা যেন অপ্রতিরোধ্য! তৃতীয় সপ্তাহেও দুর্দমনীয় গতিতে ছুটে চলেছে ভিকি কৌশল অভিনীত এই ছবি। মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। ভারতীয় বাজারে কত আয় করল?
আরও পড়ুন: মায়ের পাশে বসা এই খুদেই কিন্তু বর্তমানে টলিউড কাঁপাচ্ছেন, দেখুন তো চিনতে পারছেন নায়িকাকে?
আরও পড়ুন: নাম না করে ইন্দিরার পুতুলকে কটাক্ষ রানার? কেন লিখলেন, 'ঠগগুলোকে চিনে রাখুন, খালি মিথ্যে ...'
বিশ্বজুড়ে কত আয় করল ছাবা?
১৭ তম দিনে ভারতের বাইরে ছাবা ছবিটি বক্স অফিসে ২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ভারতের বাইরে এই ছবিটি এখনও অবধি ৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। আর ভারতীয় বক্স অফিসের আয়ের সঙ্গে এই আয় মিলিয়ে অর্থাৎ বিশ্বজুড়ে ১৭ দিনে ভিকি কৌশলের ছাবা ৬২৫ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৫ সালের এখনও পর্যন্ত প্রথম ছবি এটি যেটা দ্রুত গতিতে ৬০০ কোটির গণ্ডি টপকে গেল।
আরও পড়ুন: শ্রেয়ার কণ্ঠে যেন ফিরলেন খোদ লতা! ইন্ডিয়ান আইডলে ‘লগ যা গলে’র জাদুতে মুগ্ধ শ্রোতারা
ভারতীয় বক্স অফিসে কত আয় করেছে ছাবা?
১৭ তম দিনে অর্থাৎ মুক্তির পর তৃতীয় রবিবার, ভারত নিউজিল্যান্ডের ম্যাচের মাঝেও ছাবা বক্স অফিসে ২৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় দেশে ৪৫৯ কোটি ৫৯ লাখ টাকায় দাঁড়িয়ে আছে।
প্রথম সপ্তাহে ছাবা দেশের বাজারে ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা কিছু কমে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়। তৃতীয় শুক্রবার ১৩ কোটি টাকা আয় করেছে ভিকির ছবি। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা।
আরও পড়ুন: ‘এই অধ্যায়ের জন্য কৃতজ্ঞ’, সা রে গা মা পা -এর সফর শেষ হতেই 'অমূল্য স্মৃতি'র পাতায় ডুব অন্তরার
আরও পড়ুন: দেয়াশিনী এবং অতনুর দখলে এবারের সা রে গা মা পা -এর বিজয়ীর খেতাব! আরাত্রিকা, সাঁই, অনীকরা কে কী হলেন?
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।