দলকে গোটা দেশ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীনে দল বার্বাডোসে ২৯ জুন, ২০২৪- এ এক রোমাঞ্চকর পারফর্মেন্স দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করেছে। শাহরুখ খান, ভিকি কৌশল এবং আয়ুষ্মান খুরানা প্রথমে ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের উদযাপন
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের উদযাপনের পাশাপাশি, ভারতীয় ক্রিকেট দলকে গোটা দেশ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীনে দল বার্বাডোসে ২৯ জুন, ২০২৪- এ এক রোমাঞ্চকর পারফর্মেন্স দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করেছে। ৪ জুলাই তাঁরা মুম্বইতে ফিরে আসেন। আর দেশে ফিরেই তাঁরা ভক্তদের কাছ থেকে পেয়েছেন বুক ভরা শুভেচ্ছা আর শহর জোড়া উদযাপন। তাঁদের ফেরার পর থেকেই টিম ইন্ডিয়াকে নিয়ে ভক্তরা শুরু করেছেন উল্লাস এবং উদযাপন।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। মেরিন ড্রাইভ থেকে শুরু করে একটি ওপেন-বাস ট্রফি ট্যুরের মধ্য দিয়ে শুরু হয়েছিল উদযাপন। যাতে দেশবাসীর সঙ্গে তাঁরা তাঁদের জয়ের উদযাপন করতে পারেন তাই এই ব্যবস্থা করা হয়।
শাহরুখ খান, ভিকি কৌশল এবং আয়ুষ্মান খুরানা প্রথমে ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন। শাহরুখ খান টিম ইন্ডিয়ার কৃতিত্বের জন্য তার গর্ব এবং আনন্দ প্রকাশ করে এক্স-এ একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছেন। সেখানে কিং খান লেখেন, 'অসাধারণ মুহূর্ত'। ভারতীয় ক্রিকেট দলকে বিজয় উদযাপন করারও বার্তা দিয়েছেন। ভিকি কৌশলও তাঁর ইনস্টাগ্রামে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মুহূর্তটির একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখানো হয়েছে দলটি এআর রহমানের 'বন্দে মাতরম' গানটি গাইছেন এবং বিরাট কোহলি দলটির নেতৃত্ব দিচ্ছেন, উড়ছে ভারতের তিরঙ্গা। ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'ওয়েলকাম হোম চ্যাম্পিয়নস!'
আয়ুষ্মান খুরানাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একই উদযাপনের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'ওয়েলকাম হোম বয়েজ।' অন্যান্য বলিউড তারকারাও এই উদযাপনে যোগ দেন। তাঁরাও টিম ইন্ডিয়ার জন্য তাঁদের আনন্দ এবং গর্ব ভাগ করে নিয়েছিলেন। অনন্যা পান্ডে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে 'মেন ইন ব্লু'-এর ছবি দিয়েছেন। সঞ্জনা সাংঘি মেরিন ড্রাইভে জড়ো হওয়া বিশাল জনতার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সঞ্জনা তাঁর পোস্টের ক্যাপশন লিখেছেন, 'হ্যাঁ আমরা আমাদের ক্রিকেটকে খুব গুরুত্ব দিয়ে থাকি।' অঙ্গদ বেদি ইনস্টাগ্রামে মুম্বইয়ের বিজয় উৎসবের বিশেষ মুহূর্তগুলি ক্যাপচার করে একাধিক ছবি শেয়ার করেছেন।