২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বলিউডের এই পাওয়ার কাপলের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই মুগ্ধ হয়েছেন ভক্তরা। তাঁদের জুটিকে সুুপারহিট বলেছেন সকলে। তারকা দম্পতি একে অপরের সঙ্গে জীবনের খুব ছোট ছোট জিনিস উপভোগ করেন।
এখানে আবারও একবার প্রমাণ মিলল-
আসন্ন সিনেমা ‘স্যাম বাহাদুর’-এর প্রচার নিয়ে ব্যস্ত ভিকি কৌশল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ‘Ask away, Sam is here’ সেশনে ধরা দিয়েছেন। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ভিকি। সেখানেই এক অনুরাগী ভিকিকে জানান, একবার অভিনেতার সঙ্গে উটিতে দেখা হয়েছিল তাঁর সেই সময় ‘স্যাম বাহাদুর’-এর শ্যুটিং চলছিল। এমনকি ছবি তোলারও সুযোগ হয়েছিল। তাই উটির সঙ্গে জুড়ে রয়েছে এমন কোনও স্মৃতি ভাগ করে নেওয়ার কথা বলেছেন ওই ভক্ত। আরও পড়ুন: শুধু অভিনয় নয়, গানেও কেয়াবাত! শাহরুখ-কন্যার ‘দ্য আর্চিজ’-এর গানটা কি শুনেছেন

ভিকির ইনস্টাগ্রাম স্টোরি
এর প্রত্যুত্তরে ভিকি বলেছেন, ‘সুন্দর চা-বাগান। আমি এবং ক্যাটরিনা আমাদের প্রথম বিবাহবার্ষিকী উটিতে কাটিয়েছিলাম। তখন স্যাম বাহাদুরের শ্যুটিং করছিলাম, রাস্তার ধার থেকে ম্যাগি আর ভুট্টা খেয়েছি, দূর থেকে সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি। সাধারণ জীবনই আনন্দের’।
২০২১-এ এই দিনেই রাজস্থানের প্রাসাদের বসেছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। পাপারাৎজি তো দূরের কথা, বলিপাড়ারও হাতেগোনা মাত্র কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই হেভিওয়েট বিয়েতে। প্রথম বিবাহবার্ষিকী উটিতে পালন করেছেন ভিক্যাট।
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’। প্রয়াত সেনাপ্রধান-ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁর বিপরীতে তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন সানিয়া মালহোত্রা। তাঁর চরিত্রের নাম সিল্লো। এছাড়া ইন্দিরা গান্ধীর চরিত্রে থাকবেন ফাতিমা সানা শেখ।