কখনও গাছে উপর, তো কখনও পুকুর পাড়ে, কালো শাড়ি পড়ে খোলা চুলে মুখ ঢেকে দিনের আলোতেই অশরীরি আবহে ধরা দিলেন উষসী। কিন্তু কেন এমন ভয় ধরানো বেশে হাজির হলেন নায়িকা? শুধুই কি রিলের জন্য? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সে রহস্য না ভেঙেই অবশ্য অভিনেত্রী দিলেন ইঙ্গিত।
কিছুদিন আগেই 'বহুরূপী'-এর 'ডাকাতিয়া বাঁশি' গানে রিল বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। আর এবার একেবারে 'মঞ্জুলিকা' সেজে হাজির হলেন 'জুন আন্টি'। কালো শাড়ি সঙ্গে ম্যাচিং কালো ব্লাউজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে তিনি গয়না হিসেবে বেছে নিয়েছিলেন কালো কাচের চুড়ি আর সাদা শাখা। তবে এই সবের পাশাপাশি খোলা চুল আর ঘাটা টিপে বেশ ভয়ঙ্কর লাগছিল তাঁকে।
ভিডিয়োয় দেখা গিয়েছে কখনও গাছে উপর, তো কখনও পুকুর পাড়ে, আবার কখনও গাছে আড়ালে থেকে অশরীরী ছায়ার মতো উদয় হচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল ছেলের দল। আবার কখনও তাঁর খোলা চুলে ঢেকে যাচ্ছিল মুখ। তাঁর শিহরণ ধরানো হাসি সঙ্গে 'ভুলভুলাইয়া' -এর গান 'আমি যে তোমার' গান মিলে মিশে এক হয়ে কখন যে আপনার মনে ভয় ধরাবে তা বুঝতেই পারবেন না। ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দ্য হুইচ’।
কিন্তু কেন এমন ভয়ঙ্কর সাজে ধরা দিলেন অভিনেত্রী? তার পুরোটা প্রকাশ না করলেও, রিলসের একদম শেষে কামিং সুন (শীঘ্রই আসছে) লেখা তিনি রেখে ছিলেন ইঙ্গিত হিসেবে। যার থেকে বেশ ভালোই বোঝাই যায় যে এই সাজে হয়তো বড় চমক দিচ্ছেন অভিনেত্রী। তবে তা কী হতে চলেছে, সেই বিষয়ে অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগে গোয়ার সমুদ্র সৈকত থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। বিচ থেকে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যায় একটি ক্রপ টপ পরেছেন উষসী। সঙ্গে হট প্যান্ট। তাঁকে বলতে শোনা যায়, ‘IIFI-তে এবার আমাদের ছবি অঙ্ক কি কঠিন সিলেক্টেড হয়েছে। কাল স্ক্রিনিং আছে। আমরা খুব উত্তেজিত। পুরো টিম আমরা চলে এসেছি। সৌরভ পালোধির পরিচালনা। ছোট ছোট অনেক বাচ্চাও আছে, তবে ওরা আসেনি। আমিই ওদেরকে রিপ্রিজেন্ট করব, আর্টিস্টদের তরফ থেকে।’
এই ভিডিয়োর ক্যাপশনে উষসী লিখেছেন, ‘Whenever we go/ However I dress/ No means no/Yes means yes… ট্রোল অনুরাগীদের জন্য সুবর্ণ সূযোগ। আসুন ট্রোল করুন। এ সুযোগ হারাবেন না’।