ফের বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন উর্বশী রাউতেলা। এবার কী বলেছেন? উর্বশী জানিয়েছেন তাঁর নামে উত্তরাখণ্ডে একটি মন্দির আছে। সেখানে পূজিত হন তিনি। এবার তিনি চান দক্ষিণেও অর্থাৎ দক্ষিণ ভারতেও তাঁর নামে যাতে একটি মন্দির নির্মিত হয়।
আরও পড়ুন: কুণালকে 'রক্ষাকবচ', প্যারোডি বিতর্কে গ্রেফতার না করার নির্দেশ সহ আর কী বলল বম্বে হাইকোর্ট?
আরও পড়ুন: গন্ধ শুঁকে চালকুমড়ো-লাউ চেনার চেষ্টা! দিদি নম্বর ওয়ানে স্বৈরীতির কাণ্ডে হতভম্ব রচনা, বললেন...
ঠিক কী বলেছেন উর্বশী?
সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে উর্বশী দাবি করেছেন যে তাঁর নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রিনাথ মন্দিরের কাছেই অবস্থিত তাঁর নামের সেই মন্দির। এই বিষয়ে তিনি জানিয়েছেন, 'আমার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। কেউ যদি বদ্রিনাথ আসেন, তাহলে দেখে থাকবেন তার ঠিক পাশেই আছে উর্বশী মন্দির।' এই কথা শুনেই সঞ্চালক জানতে চান সেখানে কেউ আশীর্বাদ নিতে আসেন কিনা। পূজা হয় কিনা। জবাবে উর্বশী জানান, 'এবার মন্দির থাকলে মানুষ তো আসবেই আশীর্বাদ নিতে।'
সিদ্ধার্থও ছাড়বার পাত্র নন। তিনি জানতে চান মিস ডিভা ২০১৫ কি নিজে দেখেছেন মানুষ তাঁর আশীর্বাদ চাইছেন? জবাবে উর্বশী জানান মানুষ তো চিৎকার করে প্রার্থনা করেন না, আশীর্বাদ চায় না। তবে মানুষজন আসেন তাঁর মন্দিরে, প্রার্থনা করেন। বিশেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আসেন, পুজো করেন। এমনকি তাঁর ছবিতে মালাও পরায়। সেখানেই নাকি অভিনেত্রীকে তাঁরা 'দামদামামাই' বলে ডেকে থাকেন। উর্বশী জানান, 'আমি সত্যিই বলছি। একদম সিরিয়াসলি। এই বিষয়ে একাধিক খবরও হয়েছে। পড়তে পারেন।' আর এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি চান তাঁকে সম্মান জানিয়ে যেন দক্ষিণ ভারতেও একটি মন্দির নির্মিত হয়।
আরও পড়ুন: প্রিয় মানুষের বিশেষ দিন, কার জন্য 'কথা' সুস্মিতা লিখলেন, 'প্রতি জন্মে তোমাকেই যেন...'
উর্বশীর কাজ
উর্বশী রাউতেলাকে সম্প্রতি দেখা যাচ্ছে জাট ছবিতে। সেখানে তিনি একটি ড্যান্স নম্বরে নেচেছেন। সরি বোল নামক সেই গানটি বেশ ভাইরাল হয়েছে। কেউ আবার সেটাকে টিপ টিপ বরষা পানি গানের সঙ্গেও তুলনা করেছেন এটিকে। এছাড়া তাঁকে সম্প্রতি ডাকু মহারাজ ছবিতেও দেখা গিয়েছে।