প্রতি বছরের মতো এবারেও, আইপিএল শুরু হতেই, টিআরপিতে ভাঁটা পড়েছে। নম্বর কমেছে কমবেশি সব মেগারই। আর এর জেরেই, টপার পজিশন হাতছাড়া হল পরিণীতার। প্রায় ১৫ বার টিআরপি তালিকায় শীর্ষে থাকার পর, নেমে এল দুই নম্বরে। রেটিং ৬.৯।
তাহলে এই সপ্তাহের সেরা কে? বেঙ্গল টপার এবার একটা নয়, দুটি। আর সেই দুটি হল জগদ্ধাত্রী ও ফুলকি ধারাবাহিক। যৌথভাবে ৭.০ রেটিং পেয়েছে। আর তিনে রাঙামতি তীরন্দাজের প্রাপ্ত রেটিং হল ৫.৯। ফুলকির কাছে রাঙামতি স্লট হারালেও, তৃতীয় স্থান ধরে রাখল।
চার নম্বরে রয়েছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি। পেয়েছে ৫.৮ রেটিং। পরিণীতার সঙ্গে টক্করে পেরে না উঠলেও, নম্বর খারাপ উঠছে না পরশুরামের। আর পাঁচ নম্বরে ফের দুজন, আর সেই দুটি হল চিরদিনই তুমি যে আমার ও গীতা এলএলবি। অর্থাৎ সাড়ে ৬টার স্লটে যৌথভাবে ধরে রাখল জি বাংলা ও স্টার জলসা।
একসময়ের টিআরপি টপার কথা ধারাবাহিকের দর্শক বেশ কমেছে। টপার জগদ্ধত্রীর সঙ্গে টক্করে পেরে উঠছে না আর। এই সপ্তাহে সাহেব ও সুস্মিার ধারাবাহিক ৬ নম্বরে।
দেখে নিন টিআরপিতে সেরা ১০-এর তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী /ফুলকি (৭.০)
দ্বিতীয়: পরিণীতা (৬.৯)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৫.৯)
চতুর্থ: পরশুরাম আজকের নায়ক (৫.৮)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার/ গীতা এলএলবি (৫.৫)
ষষ্ঠ: কথা (৫.৩)
সপ্তম:গৃহপ্রবেশ+চিরসখার ১ ঘণ্টার মহাপর্ব/ কোন গোপনে+মিত্তির বাড়ির মহাসঙ্গম (৫.১)
অষ্টম: অনুরাগের ছোঁয়া+ রোশনাই (প্রথম ১৫ মিনিট) (৪.১)
নবম: দুগ্গামণি ও বাঘমামা (৪৫ মিনিট)
দশম: তুই আমার হিরো (৩.৩)
টানটন পর্ব দেখিয়েও যেন টিআরপিতে পিছিয়ে পড়ছে দুগ্গামণি ও বাঘমামা। মানালি-র ধারাবাহিক, সঙ্গে ছোট্ট রাধিকা কর্মকার। দুই জনের জুটি আপাতত নেটপাড়ার হট ফেভারিট। প্রথম থেকেই এই মেগার সম্প্রচারের সময় ৪৫ মিনিট। তবে হেরে গিয়েছে অনুরাগের ছোঁয়া+ রোশনাই (প্রথম ১৫ মিনিট)-এর কাছে। স্টার জলসার দখলেই সাড়ে ৯টা থেকে ১০টার স্লট।
তবে আরেক ৪৫ মিনিটের ধারবাহিক মিঠিঝোরা প্রথম দশে না থাকলেও, স্লট রাখল দখলে। চলতি সপ্তাহের প্রাপ্ত নম্বর ২.৮। বিপরীতে থাকা রোশনাই(শেষ ১৫ মিনিট)+ শুভ বিবাহ পেল ১.৮।