পতৌদি পরিবারে অন্য ধর্মে বিয়ে করা যেন এক নিয়ম। শর্মিলা ঠাকুর মনসুর আলি পতৌদিকে বিয়ে করে হলেন মুসলিম। করিনাও তাই। অন্যদিকে আবার সোহা আলি খান হিন্দু ছেলেকে বিয়ে করে হয়েছেন হিন্দু। কুণালকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছবি পোস্ট করলেই নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয় সোহাকে।
১০ বছর বিবাহিত জীবন সোহা আলি খান এবং কুণাল খেমুর। এক কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। বেশ সুখেই সংসার করেন এই দম্পতি। কিন্তু ভিন ধর্মে বিয়ে করায় মাঝেমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। বিশেষ করে দিওয়ালি বা হোলি উদযাপন করতে গেলে সেই ছবিতে অভিনেত্রীকে বিশেষভাবে ট্রোল করা হয়।
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
সোশ্যাল মিডিয়ায় উৎসবের কোনও ছবি পোস্ট করলেই সোহাকে প্রশ্ন করা হয়, রমজানের সময় তিনি কটা রোজা রেখেছিলেন? প্রত্যেকদিন নামাজ পড়েন কিনা? মুসলিম হিসেবে তিনি কতটা ভালো? এই সমস্ত প্রশ্নের সম্মুখীন মাঝেমধ্যেই হতে হয় শর্মিলা কন্যাকে। এবার এইসব কটাক্ষের প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোহা বলেন, ‘আমার চামড়া অনেক মোটা হয়ে গেছে। এই সমস্ত কথা আমায় কষ্ট দেয় না। আমি বরং মজা পাই। আমি যখনই কিছু পোস্ট করি তখনই সবাই ছুটে আসে ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য। আমার বেশ ভালই লাগে। খারাপ লাগে না।’
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
অভিনেত্রী বলেন, ‘আমার মা একজন হিন্দু। আমি একটি হিন্দু পরিবারে বিয়ে করেছি। আমি খুব স্বাভাবিকভাবেই দিওয়ালি বা হোলি উদযাপন করতে পারি। এতে আপত্তি থাকার কথা নয়। হোলি বা দিওয়ালি উদযাপন করছি বলেই আমি কেমন মুসলিম এই প্রশ্ন কেউ করতে পারে না। তবে এই সমস্ত প্রশ্ন এখন আর আমায় বিরক্ত করে না। তবে আমি সবকিছু লক্ষ্য রাখি।’
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথম আলাপ হয় সোহা ও কুণালের। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। ২০১৭ সালে মেয়ের জন্ম হয়। পরিবার এবং সন্তানের সঙ্গে মাঝেমধ্যেই ছবি পোস্ট করে থাকেন সোহা। সেসব ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরালও হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিশাল ফুরিয়ার ভৌতিক ছবি 'ছোরি ২' দিয়ে সোহা অভিনয়ে ফিরেছেন। এই ছবিটিতে আরও অভিনয় করেছেন নুশরত ভারুচ্চা এবং গশমীর মহাজানি। এটি ২০২১ সালের 'ছোরি' ছবির সিক্যুয়েল।