গোয়ায় চলছে ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই প্রদর্শিত হবে বলিউডের অন্যতম চর্চিত ছবি দ্য কেরালা স্টোরি। কিন্তু এখানে কেন এমন বিতর্কিত একটি ছবি দেখানো হবে সেই প্রশ্ন তুলে, সেটার বিরুদ্ধে প্যাম্পলেট বিলি করছিলেন। এরপরই কেরলের সেই দুজনকে আটক করে গোয়া পুলিশ। পরে তাঁদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বের করে দেওয়া হয়।
কেরলের এই দুই ব্যক্তির নাম শ্রীনাথ এবং অর্চনা রবি। তাঁরা কেরালা স্টোরির প্রদর্শনের বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখাচ্ছিলেন, প্যাম্পলেট বিলি করছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রথম থানায় অভিযোগ করে এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের আটক করা হয় বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। পরে তাঁদের পানাজি পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, সেখানেই চলে তাঁদের জিজ্ঞাসাবাদ। সেসবের পর তাঁদের ফোন ভালো করে খতিয়ে দেখার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। যদিও তার আগে তাঁদের থেকে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে পাস ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়। ইতিমধ্যেই টুইটারে তাঁদের সেই প্রতিবাদের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: প্রতিটা হাসি-মুহূর্ত-স্বপ্নের জন্য...' বিয়ের ছয় বছর পার! স্ত্রী ঋদ্ধিমাকে কী সারপ্রাইজ দিলেন গৌরব?
আরও পড়ুন: 'না কেঁদেও এভাবে..' পরমপিয়ার বিয়ের রাতে 'আলাদা আলাদা' গাইলেন অনুপম, লোকালেন চোখের জল