চলে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। আর এবারের চমক নিঃসন্দেহে পরশুরাম ধারাবাহিক। বিগত দু সপ্তাহ ধরে টপারের স্থান হারিয়েছিল এই মেগা। তবে এবার ৭.১ রেটিং পেয়ে চলে গেল একেবারে ধরা ছোঁয়ার বাইরে। পরশুরামের উপর গুলি চলা, তটিনীর মনে তৈরি হওয়া সন্দেহ, সব মিলিয়ে টানটান গল্প। আর তাই দর্শকরাও পরশুরামকে ফিরিয়ে আনল টপারের জায়গায়।
আর গত সপ্তাহের টিআরপি টপার রাজরাজেশ্বরী রানী ভবানী নেমে এসেছে দ্বিতীয় স্থানে। রেটিং ৬.৬। আর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে চিরসখাও। লীনা গঙ্গোপাধ্যায়ের এই মেগাও বর্তমানে বেশ ভালো দর্শক টানছে।
রানী ভবানীর বিপরীতে জি বাংলার মেগা আমাদের দাদামণি-র নম্বর খানিক বেড়েছে। ৫.৪ রেটিং পেয়ে অষ্টম স্থানে। আর চিরসখার বিপরীতে স্লট হারানো কোন গোপনে মন ভেসেছে-র নম্বর ৪.০।
তৃতীয় স্থানে জি বাংলার মেগা জগদ্ধাত্রী, রেটিং ৬.৫। আর বিপরীতে থাকা স্লট হারানো কথা-র রেটিং এল ৪.৬।
চতুর্থস্থানে বেঙ্গল টপার পরশুরামের কাছে স্লট হারানো পরিণীতা, রেটিং ৬.৪। ফুলকি (৬.১)-র কাছ থেকে স্লট ছিনিয়ে রাঙামতি তীরন্দাজ রয়েছে পঞ্চম স্থানে, পেয়েছে ৬.২ রেটিং।
নতুন মেগা লক্ষ্মী ঝাঁপি রীতিমতো হাবুডুবু খাচ্ছে চিরদিনই তুমি যে আমার-এর কাছে। অপু আর আর্য এই সপ্তাহে পেল ৫.৯ রেটিং। দখলে সপ্তম স্থান। আর লক্ষ্মী ঝাঁপি-র প্রাপ্ত রেটিং মাত্র ৩.৫।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.১)
দ্বিতীয়: রাজরাজেশ্বরী রাণী ভবানী/ চিরসখা (৬.৬)
তৃতীয়: জগদ্ধাত্রী (৬.৫)
চতুর্থ: পরিণীতা (৬.৪)
পঞ্চম: রাঙামতি তীরন্দাজ (৬.২)
ষষ্ঠ: ফুলকি (৬.১)
সপ্তম: চিরদিনই তুমি যে আমার (৫.৯)
অষ্টম: আমাদের দাদামণি (৫.৪)
নবম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.৩)
দশম: কথা (৪.৬)
জি বাংলা তার দুটো ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। আনন্দী আর মিত্তির বাড়ি। যদিও দুটো স্লটের হালই খুব খারাপ। আসছে কনে দেখা আলো ও জোয়ার ভাঁটা। কনে দেখা আলো শুরু হবে ২৫ অগস্ট সোমবার থেকে, রাত সাড়ে ৯টার স্লটে। তবে জোয়ার ভাঁটার প্রোমো এলেও, স্লট ঘোষণা করেনি জি বাংলা। দর্শকরা যদিও চাইছেন, ভুলেও যেন আরাত্রিকা-শ্রুতির মেগাকে রাত ১০.১৫-য় পাঠানোর ভুল না করে জি বাংলা।
নন ফিকশন শো-র মধ্যে ডান্স বাংলা ডান্সের চলতি সপ্তাহের টিআরপি এল ৪.৭। সামনেই গ্র্যান্ড ফিনালে। আর ডান্স বাংলা ডান্স শেষ হলেই, শুরু হবে সারেগামাপা-র নতুন সিজন।