বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev vs Hiran: ‘এই যে ডক্টর বাবু…’, এনামুল হকের থেকে ৫০ লাখ নিয়েছেন! হিরণের খোঁচা, ব্যাঙ্কের নথি সোশ্যালে পোস্ট দেবের
শনিবার ঘাটালে লোকসভা নির্বাচন। সময় যত এগোচ্ছে দেব বনাম হিরণ লড়াই যেন ততই প্যাঁচালো। ইন্ডাস্ট্রি সূত্রে তাঁরা সহকর্মী হলেও সৌহার্য ভুলে প্রতিদ্বন্দ্বী দেবকে একের পর এক তীরে বিদ্ধ করে চলেছেন হিরণ। রাজনীতির ময়দানে সৌজন্যের জন্যই পরিচিত দেব, কিন্তু তাঁর দিকে অভিযোগের আঙুল উঠলে ছেড়ে কথা বলার পাত্র নন তিনিও। আরও পড়ুন-‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো’, খোঁচা দিলেন দেব