নতুন সম্পর্কের শিলমোহর দিয়েছেন তিয়াসা লেপচা অনেকদিন আগেই। যাকে বলে সোহেলের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন তিনি। আর এবার অভিনেত্রী প্রেমিকার জন্মদিন ধুমধাম করে পালন করলেন সোহেল। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভালোবাসা মানুষকে ধন্যবাদ জানাতে ভুললেন না তিয়াসা।
কেক কাটার একগুচ্ছ ছবি দিয়েছেন তিয়াসা ফেসবুকে। কমলা রঙের ওয়ান শোল্ডার গাউনে দেখা গেল তিয়াসাকে। আর সোহেল পরেছিলেন কালো রঙের জ্যাকেট, ডেনিম জিন্স ও সাদা টি-শার্ট। সাদা ও রুপোলি বেলুন দিয়ে সাজানো হয়েছিল ভেন্যু। টেবিলে সাজানো দেখা গেল চারটি নানা মাপের কেক। একটি ছবিতে আবার তিয়াসার কোলে দেখা গেল তাঁর আদরের পোষ্য সারমেয়টিকেও।
কেক কাটলেন যেমন, তেমনই কেক নিয়ে মাখামাখিও হয়েছে। মুখে ক্রিম মেখে ছবি তোলেন সোহেল ও তিয়াসা। আর জন্মদিনের এই বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিয়ে ‘রোশনাই’ অভিনেত্রী লিখেছেন, ‘আমি ভাবতেও পারিনি! বাকরুদ্ধ। সবকিছুর জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার জন্মদিন এভাবে উদযাপন করার জন্য তোমায় অনেক ধন্যবাদ। ডিনারের জন্য ধন্যবাদ। কেকের জন্য ধন্যবাদ। এই রাত আমার কাছে খুব আনন্দের ছিল। অনেক ভালোবাসি তোমাকে।’
অনেক ভক্তরাই শুভেচ্ছা জানিয়েছেন তিয়াসাকে জন্মদিনের। যদিও সোহেলের সঙ্গে তাঁর জুটি নিয়ে কেউ কেউ করল কটাক্ষও। একজন লেখেন, ‘মনে হচ্ছে দিদির সঙ্গে ছবি তুলেছে’। আরেকজন লেখেন, ‘এদের দুজনকে আমার একটুও ভালো লাগে না একসঙ্গে।’
সোহেল ও তিয়াসার সম্পর্ক:
প্রেমটা এখন জমে ক্ষীর হলেও, মাঝে ঝামেলার কারণে দূরত্ব এসেছিল সোহেল ও তিয়াসার। তবে ২০২৫-এর শুরুর দিক থেকেই, ফের একসঙ্গে দেখা যেতে শুরু করে তাঁদেরকে। প্রথমদিকে সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও, পরে তিয়াসা মেনে নেন, ‘আসলে বেশ কিছু দিন ধরেই আমরা আবার একসঙ্গেই আছি। রাগ হয়েছিল। কিন্তু এতবার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না।’
এর আগে তিয়াসা বিয়ে করেছিলেন সুবান রায়কে। যদিও সেই বিয়ের বয়স খুব বেশি ছিল না। আর সুবানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরেই, সোহেলের সঙ্গে নিজের জীবন নতুনভাবে শুরু করেছেন তিয়াসা।