ছোট পর্দার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা। একের পর এক নানা মেগায় তাঁকে কাজ করতে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে। তাঁকে বর্তমানে 'রোশনাই' ধারাবাহিকে দেখা যাচ্ছে। তবে কেবল কাজ নয়, তিয়াসার ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়। সোহেল দত্তর সঙ্গে তাঁর প্রেম নিয়ে টলিপাড়ায় আলোচনার শেষ নেই। এবার দিদির মঞ্চে এসে নায়িকা বললে সোহেল আসার পর তাঁর সব ভার নিয়েছেন নায়ক, নিজের হাতে কোনও কাজই করতে ইচ্ছে করে না তিয়াসার।
আরও পড়ুন: কমলিনী-চন্দ্রর ডিভোর্সের উকিল কুর্চির বর! জনপ্রিয় অভিনেতার এন্ট্রি 'চিরসখা'য়
জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নম্বর ওয়ানের সানডে ধামাকায় থাকে নানা চমক। মাঝে মাঝেই টলিপাড়ার উজ্জ্বল মুখেদের দেখা মেলে এই সানডে ধামাকায়। এই রবিবারও তার ব্যতিক্রম নয়। দিদির মঞ্চ মাতাতে ছোট পর্দার তিয়াসা লেপচা, লেখা চট্টোপাধ্যায়, অনন্যা সেনরা আসছেন। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে প্রোমো। সেখানেই তিয়াসা নাম না করেই সোহেল প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন।
প্রোমোয় কী দেখা গিয়েছে?
প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে লেখা, তিয়াসার হাঁড়ির খবর ফাঁস করছেন সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের সামনে। লেখা শুরতেই বলেন, ‘ও খুব লেজি।’ তারপরই তিয়াসাকে বলতে শোনা যায়, ‘জলটাও যদি কেউ খাইয়ে দিত তাহলে ভালো হত।’ এরপর রচনা বলেন, ‘যে এখন জীবনে এসেছে সব জেনে এসেছে তো?’ সেই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে তিয়াসা বলে, ‘সে আসার পর থেকে আমার আরও এটা হয়ে গিয়েছে।’ এরপর নাম না করেই মজার ছলে, আকারে ইঙ্গিতে রচনা সোহেলের কথা বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘বাড়ির সব কাজ কর্ম করে দেয়? তিয়াসার বাড়ি তাঁকে সামলাতে হয়, বাংলার মিত্তির বাড়ি সামলাচ্ছে, কটা বাড়ি সামলাবে?’ রচনার মুখে এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন নায়িকা।
আরও পড়ুন: জি বাংলার নতুন মেগায় অবাঙালি নায়িকা? প্রকাশ্যে ‘তুলসি ধামের নাড়ু গোপাল’-এর প্রোমো
প্রসঙ্গত, ‘শ্যামা’ হয়ে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিয়াসা। অভিনেত্রীকে বিনোদন জগতে আসার ক্ষেত্রে তাঁর প্রাক্তন স্বামী সুবান রায় তাঁকে সাহায্য করেছিলেন। তিয়াসাও অবশ্য সেই কথা বারবারই স্বীকার করেন। নায়িকা ভালোবেসে সুবানের সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিনোদন জগতেও অভিনেত্রী পা রাখেন বিয়ের পড়েই। কিন্তু তারপর নানা কারণে সুবানের সঙ্গে ডিভোর্স হয় তিয়াসার। আর তারপর থেকেই নানা কটাক্ষ ধেয়ে আসে নায়িকার দিকে। অনেকে দাবি করেন, সাফল্য পেয়ে স্বামীকে নাকি ছেড়ে দিয়েছেন তিনি! অবশ্য এই প্রসঙ্গে বেশ কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
তারপর তিয়াসার সঙ্গে নাম জড়ায় ছোটপর্দার পরিচিত মুখ সোহেল দত্তর। সোহেল বা তিয়াশা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রথম দিকে সরাসরি কথা না বললেও তাঁদের নানা ছবি থেকে তাঁদের সম্পর্কের ইঙ্গিত বেশ স্পষ্ট হয়ে ওঠে। তবে মাঝে তাঁদের মধ্যে নানা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এতে তাঁদের সম্পর্কও বেশ খারাপ হয়। পড়ে অবশ্য পুরোটা মিটমাট হয়ে। তারপর তাঁদের প্রেম নিয়ে অকপট থেকেছেন নায়িকা।