বাংলা নিউজ > বায়োস্কোপ > Teri Baaton Mein Aisa Uljha Jiya Trailer: রোবটের প্রেমে হাবুডুবু! প্রকাশ্যে কৃতি-শাহিদের অসম্ভব লাভ স্টোরির ঝলক
পরবর্তী খবর
Teri Baaton Mein Aisa Uljha Jiya Trailer: রোবটের প্রেমে হাবুডুবু! প্রকাশ্যে কৃতি-শাহিদের অসম্ভব লাভ স্টোরির ঝলক
1 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2024, 07:23 PM ISTSubhasmita Kanji
Teri Baaton Mein Aisa Uljha Jiya Trailer: মুক্তি পেল তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার ট্রেলার। ভালোবাসার মাসে মুক্তি পেতে চলেছে এক অসম্ভব লাভ স্টোরির এই গল্প।
প্রকাশ্যে কৃতি-শাহিদের অসম্ভব লাভ স্টোরির ঝলক
ভালোবাসার মরশুম, থুড়ি ভালোবাসার মাস আসতে আর মাত্র কয়েকদিন বাকি। কয়েকদিন বাকি ভ্যালেন্টাইন্স ডের। আর ঠিক তখনই মুক্তি পেতে চলেছে এক অসম্ভব লাভ স্টোরির এক অনবদ্য ছবি, তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া। শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবিটির ট্রেলার প্রকাশ্যে এল।
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার ট্রেলার
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার ট্রেলার ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার মুক্তি পেল। সেখানেই দেখা যাচ্ছে কৃতির প্রেমে এবং কাজে মুগ্ধ হয়ে যান শাহিদ কাপুর। প্রেমে পড়তেও সময় লাগেনি তাঁদের বেশি। কাছে আসতেও না। পরিবারকে জানাতে তাঁরাও মেনে নেন এই সম্পর্ক। কিন্তু মেয়েটির কিছু উদ্ভট কান্ডকারখানা সকলেরই বেশ নজরে পড়েছিল, কিন্তু তাঁরা ভেবেছেন এই মেয়ে বিদেশি তাই হয়তো এমন।
কিন্তু একটা সময় শাহিদ দেখেন কৃতি আর নড়ছেন না, মৃত। তখন তাঁর এক আত্মীয় জানান যে ও রোবট। মৃত না। চার্জ ফুরিয়ে গিয়েছে। এই সত্যি জানার পরও শাহিদ তাঁকে ছাড়তে পারেন না। এমন অবস্থায় দাঁড়িয়ে তাঁদের সম্পর্কের কী হয় সেটা নিয়েই এই ছবি।