দেবলীনা দত্ত-র সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকেই, ক্রমাগত চর্চায় তথাগত মুখোপাধ্য়ায়ের প্রেম-জীবন। একসময় টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত যে, বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সহবাসে আছেন তথাগত। এমনকী, কখনো একই পোষ্যের মা-বাবা হিসেবে, কখনো আবার ঘুরতে যাওয়ার ছবিও আসত সোশ্যাল মিডিয়াতে। তবে, কখনোই সে সম্পর্কে সিলমোহর দেননি বিবৃতি বা তথাগত দুজনেই। সম্প্রতি পরিচালক-অভিনেতা জানিয়েছেন, দেবলীনার পর, তাঁর জীবনে ফের কড়া নেড়েছে প্রেম। আর সেই স্পেশাল মানুষটি হলেন আলোকবর্ষা বসু। যদিও বয়সে অনেকটাই ছোট আলোকবর্ষা, তথাগত ১৬ বছরের বড়। তবে বয়স কবেই বা হার মেনেছে ভালোবাসার কাছে!
‘রাস’ সিনেমার প্রি প্রোডাকশন টিমে যোগ দিয়েছিলেন আলোকবর্ষা। আর সেই ‘বাচ্চা মেয়েটিকেই’ ভালোবেসে ফেলেছেন তথাগত। যা নিয়ে দেবলীনার স্বামী (যেহেতু আইনত এখনও তাঁরা বিবাহিত) জানিয়েছেন যে, ‘ও বয়সে অনেকটা ছোট। কিন্তু ওর ম্যাচিউরিটি আর কাজের প্রতি সিরিসানেস আমাকে আকৃষ্ট করেছিল।’
আজকাল ফিল্মি পার্টিগুলোতেও তথাগতর পাশে নজর কাড়েন আলোকবর্ষা। আর এবার দুজনে একান্তযপনে। বর্ষায় নিচ্ছেন জঙ্গলের মজা। ফেসবুকে শনিবার ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন তথাগত। একটিতে জঙ্গল সাফারিতে কাদামাখা জিপের ছবি। আরেকটি ছবিতে আলোকবর্ষাকে পিছন থেকে ফ্রেমবন্দি করা হয়েছে। আরেকটিতে জিপের সামনের আসনে আলোকবর্ষা। পিছন থেকে প্রেমিকাকে জড়িয়ে তথাগত।
আর ছবিগুলির ক্যাপশনে লিখলেন, ‘প্রাচীন গাছেদের বাসস্থান যতই দূর্গম হোক না কেন, ওটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।’ সঙ্গে বর্ষায় এই ট্যুর কাজিরাঙ্গায়, সেটাও জানাতে ভুললেন না।
তবে দেখা গেল তথাগতর ‘নিরাপদ আশ্রয়’ ঘিরে ট্রোলের বন্যা। একজন লেখেন, ‘বেশিদিন টিকবে না। আবার আশ্রয় বদল হবে আমি নিশ্চিত’। আরেকজন লেখেন, ‘চিন্তা নেই, এটাও বেশিদিন টিকবে না। নতুন আরেকটা ঠিক তৈরি করে নেবে। সবে তো তিনটে, চারটে করলে তবে না বুঝব তুমি প্রকৃত নায়ক।’ তৃতীয় মন্তব্য, ‘বলছি বহুগামিতারও তো চিকিৎসা হয়। বারবার এভাবে মেয়েগুলোর জীবন নষ্ট না করে, ডাক্তারের কাছে যেতে পারো তো…’। চতুর্থ মন্তব্য, ‘সেই কন্যাকুমারী দিয়ে শুরু।’
মে মাসে তথাগতর জন্মদিন উপলক্ষেই হয়েছিল এই ট্যুর। তবে শুধু প্রেম নয়, একইসঙ্গে পারিয়া ২-এর রেইকিও করেছিলেন তথাগত সেখানে। আলোকবর্ষা স্পষ্ট করেছেন ইতিমধ্যে প্রেমিকার অতীত জীবন নিয়ে কোনোদিনই মাথা ঘামান না তিনি। এক সংবাদমাধ্যমকে বলেন, ‘তথার এই চল্লিশ বছরের জীবনে বহু নারীর আনাগোনা হয়েছে। এটাই স্বাভাবিক। যদি তেমনটা না হত তা হলে হয়তো অবাক হতাম। তবে অতীত ঘাঁটতে চাই না। তাই ওর জীবনের বিতর্ক কোনও দিনই আমায় ভাবায়নি।’