সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে এরপরই খবর আসে, দীপিকাকে ছবি থেকে সরিয়ে দিয়েছেন সন্দীপ ভাঙ্গা। এই সমস্ত প্রতিবেদনের মধ্যে, তামান্না ভাটিয়ার অ্যাকাউন্ট থেকে দীপিকার পুরানো রিলে লাইক দেখে নেটিজেনদের মনে হয়েছিল যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও দীপিকার মধ্যে এই বিতর্কে তামান্না দীপিকা পাড়ুকোনকে সমর্থন করছেন। তবে এই জল্পনার মাঝেই কারও নাম না করে একটি স্টোরি পোস্ট করেছেন তামান্না। সেখানে তাঁর কথাতেই স্পষ্ট যে তিনি দীপিকাকে সমর্থন করছেন না।
কী লিখেছেন তামান্না?
তামান্না ভাটিয়া লেখেন, ‘ইনস্টাগ্রাম কি দয়া করে বলতে পারবে, কীভাবে নিজে থেকেই কোনও পোস্টে ‘লাইক’ পড়ে যায়! কারণ কিছু মানুষ এই নিয়ে রীতিমতো খবর তৈরি করে ফেলছে। আমার সত্যিই অনেক কাজ আছে।’

ঠিক কী ঘটেছে?
প্রসঙ্গত, এর আগে নেটিজেনরা দীপিকার যে পুরনো ভিডিয়োটিতে তামান্নার 'লাইক' দেখেছিলেন, সেখানে দিপ্পিকে পেশাদার জগতে় মহিলাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে কথা বলছেন। ভিডিওতে দেখা যায়, দীপিকা এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন, যিনি রণবীর সিং কি তাঁর ছবি 'ছপাক'-এ অর্থ বিনিয়োগ করেছেন কিনা জিগ্গেস করেছিলেন।
আর এই ভিডিওতে তামান্নার লাইক দেখা মাত্রই নেটিজেনরা ভেবে নেন সন্দীপ সন্দীপ রেড্ডি ভাঙ্গা বিতর্কে দীপিকাকেই সমর্থন করছেন তিনি। তবে এবার ইনস্টাস্টোরিতে নাম না করে নিজের বক্তব্য স্পষ্ট করে এই ভুল ধারণা ভেঙে দিয়েছেন তামান্না ভাটিয়া।
এই পোস্টে তামান্না স্পষ্ট করে দেন যে তিনি কারোর পক্ষ নেননি। যদিও নেটাগরিকের বক্তব্য, এই পরিস্থিতিতে অভিনেত্রী হিসেবে কোনও একটা পক্ষ তাঁর নেওয়া উচিত ছিল।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট'-এ দীপিকার বদলে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।