তাপসী পান্নু এবং পাপারাজ্জিদের যেন 'সাত্তিস কা আখড়া!' মাঝে মধ্যেই দুই পক্ষের খিটিমিটি লেগে যায়। কিন্তু কী সমস্যা দু তরফের? কেন পাপারাজ্জিদের সঙ্গে অমন ব্যবহার করেন তিনি? কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: ফেডারেশন - পরিচালকদের সংঘাত চরমে, এরই মাঝে নতুন ধারাবাহিকের শ্যুটিং করলেন অনিন্দ্য! কাজ করলেন সুজিতও
পাপারাজ্জিদের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে কী জানালেন তাপসী?
তাপসী পান্নু সম্প্রতি ফিভার এফএমকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর এবং পাপারাজ্জিদের সমীকরণ কেন এত খারাপ। তিনি এদিন জানান, ' ক্লিক কীভাবে করবে তুমি? তুমি আমায় বলো ভালো কথায় ক্লিক কে করে? তুমি আমায় আগে বলো কোন ভালো নিউজে তুমি ক্লিক করেছিলে? এই ধরনের খবর কিন্তু সেনসেশনাল। যেই সবাই হেডিং দেখবে যে ও খারাপ ব্যবহার করেছে, পাপারাজ্জিদের সঙ্গে খারাপ আচরণ করেছে তখন সবাই ভাববে যে আরে এ আবার কী করল? কী হল আবার? চলো দেখি।'
তিনি এরপর ব্যাখ্যা করে আরও বলেন, 'এই জিনিসগুলো আমায় ছবি এনে দিচ্ছে না। আমার ছবিগুলোই আমায় কাজ এনে দেয়। তাই আমায় সো কল্ড মিডিয়ার এই ভাগটাকে তুষ্ট করে চলতে হবে এমনটা নয়। আমি এদের ডিরেক্ট মিডিয়া বলি না। কারণ এদের উদ্দেশ্যই হল কেউ কী করে তাদের পোস্টে লাইক আনবে সেটা ভাবে এবং দেখে। আমি এদের মিডিয়া বলি না। মিডিয়া এমন কোনও জিনিস নয় যেগুলো ইচ্ছাকৃত এমন খবর করে যাতে ক্লিক করতে বাধ্য হয় মানুষ।'
তাপসী জানান তিনি তখনই পাপারাজ্জিদের উপর চিৎকার করেন বা বিরক্ত হন যখন তাঁরা তাঁর খুব কাছাকাছি চলে আসেন বা তাঁর গাড়িকে ধাওয়া করেন। তাঁর মতে সকলের উচিত অন্যের প্রাইভেসিকে সম্মান করা।
আরও পড়ুন: খাতরো কী খিলাড়িতে অসীমের ব্যবহারে মর্মাহত রোহিত, বললেন, 'বয়সে ছোট সহকর্মী অসভ্যতা করলে...'
প্রসঙ্গত তাপসী পান্নুকে আগামীতে ফির আয়ি হাসিন দিলরুবা এবং খেল খেল মে ছবিতে দেখা যাবে। আপাতত তিনি তাঁর স্বামীকে সমর্থন করতে প্যারিসে গিয়েছেন। প্রসঙ্গত ম্যাথিয়াস বো অর্থাৎ তাপসীর স্বামী ভারতীয় মেন্স ব্যাডমিন্টনের ডাবলস টিমের কোচ।