শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের জুটি বিশেষ পছন্দ নেটপাড়ার। বিয়ের আগে থেকেই টলিপাড়ার এই দম্পতি তাঁদের মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিতেন সোশ্যাল মিডিয়াতে। আর সেটা বেশ পছন্দও করে নেটপাড়া। যদিও বিগত কয়েকদিন ধরে শ্বেতার নামে নানান জল্পনা-কল্পনা। কারণ, কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রীর নামে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সৌমি পাল! ফেসবুকে একটি পোস্ট করেন, সেখানে শ্বেতা ‘কালা জাদু’ করেন, এমন অভিযোগ করা হয়। অবশ্য সৌমি একা নন, অভিনেত্রীকে নিয়ে এমন কথা এর আগেও কানাঘুষো হয়েছে টলিপাড়ায়।
সে যাই হোক, শ্বেতা একটি ভিডিয়ো শেয়ার করেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, শ্যুটের ফাঁকে একান্তে কিছুটা সময় কাটাচ্ছেন শ্বেতা ও রুবেল। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘যখন আমার মেকআপ রুমে এসে রুবেল ঘুমনোর চেষ্টা করে আর আমি বিরক্ত করেই যাই।’
তা কী দেখা গেল সেই ভিডিয়োতে? দেখা গেল সোফায় শুয়ে রুবেল, আর বরের চুলটা ঘেঁটে দিচ্ছেন শ্বেতা। মুখে বলছেন ‘আমার জান’! এরপর সোফায় উঠে বসেন রুবেল। সোফার ঠিক পিছনেই শ্বেতার একটি ছবি। বরের কাছে শ্বেতা জানতে চান, ‘তোর পিছনে কে বল তো?’ তাতে রুবেলের জবাব আসে, ‘সামনে পিছনে শুধুই বউ’।
এরপর রুবেল ও শ্বেতার আরও কিছু আদুরে মুহূর্ত ধরা পড়ে। এমনকী, ক্যামেরার দিকে তাকিয়ে দুজনকে ভেংচি কাটতেও দেখা যায়।
বিতর্কে শ্বেতা ভট্টাচার্য:
কদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে শ্বেতা বলেন, ‘আমি কখনও হাতাকাটা ব্লাউজ় পরব না, কখনও ছোট জামা পরব না। কারণ আমি শরীর বেচে রোজগার করতে আসিনি।’ এরপর শ্বেতার ভক্তরা তাঁকে দক্ষিণের তারকা সাঁই পল্লবীর সঙ্গে তুলনা করতে শুরু করেন।
তারপরেই আসে অভিনেত্রী সৌমির পোস্ট। যিনি ফেসবুকে লেখেন, ‘চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না মনা! তুমি দর্শককে এসব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ! যত্ত নাটক বশীকরণ মাতার। মুখটা কি তোমার শরীরের বাইরের অঙ্গ?’