সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া এখনও মেনে নিতে পারেননি অনেকে। সিবিআই, ইডি, এনসিবি কেসের সঙ্গে জড়িত থাকলেও আড়াই বছরেও যেই কে সেই। এবার সুশান্তের ময়না তদন্তের সময় জড়িত থাকা ব্যক্তি দাবি করলেন, তিনি মরদেহ দেখেই বুঝতে পেরেছিলেন এটা আত্মহত্যা নয় খুন। এবার তা নিয়ে প্রতিক্রিয়া দিল প্রয়াত অভিনেতার দিদি।
সুশান্তকে নিয়ে পোস্ট দিদি শ্বেতার।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য আর জোরদার হয়েছে দিনকয়েক ধরে। সোমবারই সুশান্তের ময়নাতদন্তের সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তি দাবি করেন, তিনি প্রথমেই মৃতদেহ দেখে বুধতে পেরেছিলেন এটা কোনও আত্মহত্যার ঘটনা নয়, বরং খুন। শরীরে একাধিক আঘাতের চিহ্নও প্রত্যক্ষ করেছিলেন। উর্দ্ধতনদের এই ব্যাপারে জানিয়েওছিলেন তিনি।
এবার এই নিয়ে মুখ খুললেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। সিবিআইকে অনুরোধ করেছেন যাতে তাঁরা এই দিকটা খতিয়ে দেখে। শ্বেতা টুইট করেন, ‘যদি এই দাবিতে এক কণাও সত্যি থাকে তাহলে আমরা সিবিআইকে অনুরোধ করতে চাই এটার দিকে নজর দিন সঠিকভাবে। আমরা সবসময় আশা করে এসেছি আপনারা সঠিক তদন্ত করবেন। এখনও পর্যন্ত কোনও পরিণতি আসেনি ভাবলেও আমাদের বুক ব্যথা করে।’
অন্য দিকে, সুশান্তের আইনজীবী এই প্রসঙ্গে মিডিয়াকে জানিয়েছেন, ‘আমি ই ব্যাপারে কিছুই বলতে পারব না কারণ ওর বোনেরা আমাকে এই নিয়ে কিছুই বলেনি। কিন্তু আমি এখনও বলব সুশান্তের মৃত্যু কোনও সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। এর পিছনে ছিল বড় ষড়যন্ত্র, যা একমাত্র সিবিআই-ই খুঁজে বের করতে পারবে।’ আরও পড়ুন: ‘সুশান্ত খুন’ নিয়ে মুখ খুললেন তাঁর আইনজীবী, ‘বলেছিলাম কোনও সাধারণ আত্মহত্যা নয়’!